Independence Day of India: ৭৫-তম স্বাধীনতা দিবসের আগে ফিরে দেখা, ১৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস (Independence Day of India)৷ খুব ধুমধামের সঙ্গে দিনটির উদযাপন হয় দেশজুড়ে৷ এই দিনে সেই সব মহান দেশনেতাদের স্মরণ করা হয় যাঁদের রক্ত, ঘামের বিনিময়ে ব্রিটিশের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছে দেশ৷
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস (Independence Day of India)৷ খুব ধুমধামের সঙ্গে দিনটির উদযাপন হয় দেশজুড়ে৷ এই দিনে সেই সব মহান দেশনেতাদের স্মরণ করা হয় যাঁদের রক্ত, ঘামের বিনিময়ে ব্রিটিশের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছে দেশ৷ দেড়শো বছরের কলোনি শাসন ছেড়ে ১৯৪৭-এর ১৫ আগস্ট ভারত ত্যাগ করে ব্রিটিশরা৷ স্বাধীনতা সংগ্রামীদের চরম আত্মবলিদানকে স্মরণ করে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এই দিনটিতে৷ সামনেই ৭৫-তম স্বাধীনতা দিবস৷ তার আগে এই দিনের ঐতিহাসিক তাৎপর্য আজকের আলোচ্য বিষয়৷
ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাস
ইতিহাসের পাতায় ফিরে দেখার শুরু হল৷ ১৬১৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সঙ্গে নিয়ে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাট বন্দরে আসে ব্রিটিশরা৷ এরপর অচিরেই বণিকের মানদণ্ড রাজদণ্ডে বদলে গেলে প্রায় ১০০ বছর ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি৷ এই শাসন আপামর ভারতীয়কে বিদ্রোহী করে তোলে৷ বিদেশি শাসের হাত থেকে মুক্তি পেতে দেশজুড়ে শুরু হয় স্বাধীনতার জন্য আন্দোলন৷ দেশের স্বাধীনতার জন্য দিনের পর দিন চলেছে সংগ্রাম৷ যার নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং, আবদুল কালাম আজাদ, বাঘা যতিন-সহ আরও অনেকে৷ দেশকে স্বাধীনতা এনে দিতে সেই সময় ভারতের আট থেকে আশি প্রচুর আত্মত্যাগ করেছে৷ এমনকী সরকার বাহাদুরের লোভনীয় চাকরি ছাড়তে মুহূর্তও নষ্ট করেনি৷ ইংরেজ ভার ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী৷ ১৯৪৭-এর শুরুতে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে ১৯৪৮-এর জুনের মধ্যে সম্পূর্ণভাবে ভারত ছেড়ে ইংরেজ চলে যাবে৷
স্বাধীনতা দিবসের তাৎপর্য
ভারতের আগামী প্রজন্ম যাতে স্বাধীনদেশে বসবাস করতে পারে সেজন্য ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করতে চরম আত্মত্যাগ করেছেন স্বাধীনতা সংগ্রামীরা৷ সেইসব সুসন্তানদের আত্মত্যাগ স্মরণের দিন ১৫ আগস্ট৷ এটি একটি সরকারি ছুটির দিন৷ জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়৷ এই দিনের স্মরণে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালে ১৫ আগস্টে দিল্লির লালকেল্লার লাহোরি গেটে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন৷ সেই থেকে পরবর্তী প্রধানমন্ত্রীরা পরম্পরা মেনে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন৷
হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্ত ঘামের বিনিময়ে তৈরি হয়েছিল ভারতের উন্নয়নের পথ৷ যে পথে দেশ ততরতরিয়ে এগিয়ে চলেছে৷ বিজ্ঞান, প্রযুক্তি, উন্নয়ন সবেতেই নতুন প্রতিভার স্বাক্ষর রাখছে দেশ৷ অদূর ভবিষ্যতে এই অগ্রগতি ভারতকে উন্নত দেশগুলির সঙ্গে এক সারিতে বসাবে৷ শিক্ষা, মহাকাশ গবেষণা, প্রযুক্তি, বিজ্ঞান, পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে ইতিমধ্যেই বিশ্বের ইতিহাসে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে ভারত৷ দুর্বল অর্থনীতি থেকে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার নেপথ্যে তাৎপর্যপূর্ণ উন্নতিসাধন করেছে ভারত৷ তাই তো বিশ্বসভায় আজ তার মর্যাদাই আলাদা৷ মুক্তিযোদ্ধাদের রক্ত ঘাম আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মূল্যায়ণকে প্রাধান্য দিয়েছে দেশের কিছু কৃতি সন্তান৷ সেই গৌরবোজ্জ্বল পথেই তরতরিয়ে এগিয়ে চলেছে সভ্যতার জয়রথ৷ আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সেই সেরা সন্তানদের স্যালুট করি যাঁরা দেশকে স্বাধীন করতে মরণ পণ লড়েছিলেন৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)