Holi Bhai Dooj 2024: ২৭ মার্চ হোলি ভাই দুজ, জেনে নিন এই উৎসবের গুরুত্ব...
প্রতি বছর হোলির পরের দিন তথা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাই দুজ উৎসব। বছরে দুবার পালিত হয় ভাই দুজ। চৈত্র মাসের পাশাপাশি কার্তিক মাসেও পালিত হয় ভাই দুজ উৎসব। চৈত্র কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি পড়েছে ২৭ মার্চ, বুধবার। এই দিনে শুভ সময় অনুযায়ী ভাইয়ের কপালে তিলক লাগিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বোনেরা। এই উৎসব ভাই-বোনের সুন্দর সম্পর্কের বন্ধনকে আরও অটুট করে তোলে।
২০২৪ সালের চৈত্র কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি শুরু হয়েছে ২৬ মার্চ, মঙ্গলবার, দুপুর ০২:৫৫ মিনিটে এবং চৈত্র কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি শেষ হবে ২৭ মার্চ, বুধবার, বিকেল ০৫:০৬ মিনিটে। হোলি ভাই দুজ উৎসব পালিত হবে ২৭ মার্চ। উৎসবের শুভ সময় সকাল ০৬:১৭ মিনিট থেকে সকাল ০৯:২২ মিনিট পর্যন্ত এবং সকাল ১০:৫৪ মিনিট থেকে দুপুর ১২:২৭ মিনিট পর্যন্ত। এই উভয় সময়েই তিলক লাগানো যেতে পারে। রাহুকাল থাকবে ২৭ মার্চ দুপুর ১২:২৭ মিনিট থেকে দুপুর ০১:৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ে ভুল করেও ভাইকে তিলক লাগানো উচিত নয়, কারণ রাহুকালে শুভ কাজ করা উচিত নয়।
হোলি ভাই দুজের দিন, ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয়। এই দিনে রাতের খাবার খাওয়ার জন্য ভাইদের জন্য খাবার তৈরি করে তাদের আমন্ত্রণ করে খাওয়ায় বোনরা। ভাইকে তিলক করানোর আগে তাকে উত্তর-পশ্চিম দিকে মুখ করে আসনে বসাতে হয়। এরপর বোনেরা কুমকুম বা চন্দন দিয়ে ভাইকে তিলক পরায়। তারপর ভাইদের হাতে বেঁধে দেওয়া হয় মৌলি। তিলকের পর বোন ও ভাই দুজন দুজনকে মিষ্টি খাওয়ায়। এরপর ভাইরা বোনদেরকে উপহার দেয়।