Eid al-Fitr 2021 Wishes: করোনাকালে ঈদ, বাড়িতে থেকে বন্ধু পরিজনদের পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

১ মাসের রমজান কাটিয়ে আসছে খুশির ঈদ৷ ৩০ রোজার শেষে যখন পশ্চিম আকাশে চাঁদ উঁকি মারে তখনই আনন্দে উদ্বেল হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়৷ রাত পোহালেই খুশির ঈদ, তাই পুরোদমে শুরু হয়ে যায় আয়োজন৷

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)

রমজানের কঠোর উপবাস শেষে আসে এই ঈদ-উল ফিতর৷ নতুন জামা কাপড় পরার সঙ্গে সঙ্গে নানারকম সুখাদ্যের আয়োজনও থাকে এদিন৷ নানরকম মিষ্টান্নও এর মধ্যে রয়েছে৷ বড়দের সালাম (প্রণাম) করে উপহার পায় ছোটোরা৷ ঈদের নামাজ পড়তে ঈদগাহতে জমে ভিড়৷ সঙ্গে জাকাত ফিতরার বিষয়টিও উল্লেখযোগ্য৷ তবে করোনাকালে ঈদের দিনে বাড়ির বাইরে বেরিয়ে উদযাপনের সুযোগ নেই৷ তাই লেটেস্টলির ঈদ শুভেচ্ছা পাঠিয়ে দিন বন্ধু পরিজনদের৷

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)

পরিবারের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)

সকলকে জানাই  ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)

পবিত্র ঈদের শুভেচ্ছা

ঈদ মুবারক ২০২১ (Photo Credits: File Image)