Durga Ratna Award 2023: রাজ্যপালের দুর্গারত্ন পুরস্কার ফেরাল টালা প্রত্যয়, ১০০ দিনের কাজের টাকা বকেয়ার প্রতিবাদে দুর্গারত্ন প্রত্যাখান লুমিনাসেরও
কলকাতা ও জেলা মিলিয়ে চার পুজো কমিটিকেই দুর্গা রত্ন পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণাও করা হয়েছিল। কিন্তু একাদশী তিথিতেই সেই পুরস্কার ফিরিয়ে দিল দুই পুজো কমিটি।
মা ফিরে গিয়েছেন কৈলাসে তাই মন ভারাক্রান্ত কিন্তু দশমীর রাত থেকে চলছে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ। এরই মাঝে দশমীর দিন দুর্গা রত্ন পুরস্কার ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা ও জেলা মিলিয়ে চার পুজো কমিটিকেই দুর্গা রত্ন পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণাও করা হয়েছিল। কিন্তু একাদশী তিথিতেই সেই পুরস্কার ফিরিয়ে দিল দুই পুজো কমিটি। দর্শকদের বিচারে যে চারটি পুজো কমিটি পুরস্কার পেয়েছিলেন তারা হল -
১) টালা পার্ক প্রত্যয়ঃ আলো ও সৃজনশীলতায় সেরা
২) কল্যাণী লুমিনাস ক্লাব : দৃশ্য নান্দনিকতায় সেরা
৩) বন্ধুদল স্পোর্টিং ক্লাব : পরিবেশ সচেতনতায় সেরা
৪) নেতাজি কলোনি লোল্যান্ড : অভিনব থিম
এদের মধ্যে প্রথম পুরস্কারের কথা প্রত্যাখান করে কল্যাণী লুমিনাস ক্লাব। তাঁদের বক্তব্য ১০০ দিনের কাজ করেও বকেয়া টাকা থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ ৷ তাঁদের হকের টাকা ফিরিয়ে দিক কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যপাল এই টাকা না দিয়ে কেন্দ্রের কাছে ওই টাকার দাবি জানাক, এই দাবিতে কল্যাণী লুমিনাস ক্লাব প্রত্যাখান করেছে এই পুরস্কারের।তবে ক্লাবের এমন অদ্ভুত দাবিতে রাজনীতির ছায়া দেখছেন অনেকে।
কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পর রাজ্যপালের 'দুর্গারত্ন' সম্মান ফিরিয়েছে কলকাতার নামী পুজো কমিটি টালা পার্ক প্রত্যয়। তাঁদের বক্তব্য এই পুরস্কারের জন্য কোথাও কোনও আবেদন করতে হয়নি, বিচারকরা আসেননি। পুরস্কার গ্রহণ করলে পুজো কমিটিগুলির পারস্পরিক বিশ্বাসে একটা চিড় ধরতে পারে।কারণ অনেকের মনে হাতে পারে কী কারণে টালা প্রত্যয় এই সম্মান পেল! একটা তো নিয়ম থাকার দরকার। আগামী বছর যদি পদ্ধতি মেনে এটা হয়। তবে আমরা নিশ্চয়ই গ্রহণ করব।