Durga Puja 2024 Pandals in Kolkata: শ্রীভূমি থেকে সুরুচি সংঘ, এক ঝলকে দেখে নিন কলকাতার বিখ্যাত দুর্গা পুজোর প্যান্ডেল...
বাঙালিদের সবচেয়ে বড় এবং প্রাণবন্ত উৎসব দুর্গা পুজো। মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে উদযাপন করা হয় দুর্গোৎসবে। এই উৎসবকে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দুর্গোৎসব সারা দেশে খুব আড়ম্বর সহকারে পালন করা হলেও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয় এই উৎসব।
বিশেষ করে কলকাতার দুর্গাপুজো গোটা বিশ্বে বিখ্যাত। কলকাতার দুর্গাপুজো এবং বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে ভক্তদের প্রচুর ভিড় থাকে। ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপুজোর উৎসব পালন করা হয় পশ্চিমবঙ্গে। বিভিন্ন আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং রঙিন প্যান্ডেল দ্বারা চিহ্নিত এই উৎসবটি। দুর্গাপুজো শুরু হওয়ার আগে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক শ্রীভূমি থেকে সুরুচি সংঘ পর্যন্ত কলকাতার বিখ্যাত প্যান্ডেলগুলি।
শ্রীভূমির দুর্গা পুজো ২০২৪
বেহালা ক্লাবের দুর্গা পুজো ২০২৪
চেতলা অগ্রনীর দুর্গা পুজো ২০২৪
কাশী বোস লেনের দুর্গা পুজো ২০২৪
কল্যাণী ITI-এর দুর্গা পুজো ২০২৪
সোদপুর শহীদ কলোনী সর্বজনীন দুর্গা পুজো ২০২৪
সুরুচি সংঘের দুর্গা পুজো ২০২৪