Christmas 2019: দেশজোড়া হট্টগোলের মধ্যেই বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি
দেশজোড়া হট্টগোল-অশান্তি তাতে কী? অনেকটা এমন ঢঙেই যেন বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি (Church)। হাহাকারের বুকে ছড়িয়ে গেল শান্তির প্রার্থনা গান। জাতীয় নাগরিক পঞ্জি (NRC), নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর-এর চাপে আগুন জ্বলছে গোটা দেশ জুড়ে। বাদ নেই শিক্ষাঙ্গন। রক্তাক্ত ছাত্র-যুব। বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা। সব মিলিয়ে চাপা অশান্তি। কোথাও কোথাও অবশ্য সেই অশান্তির আগুনের আঁচ অনেকটা নিস্তেজ। ছন্দে ফিরছে পরিস্থিতি। দেশের এমন ভয়াল দিনে উৎসবের আনন্দে গা ভাসালেন সাধারণ মানুষ। বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি।
দেশজোড়া হট্টগোল-অশান্তি তাতে কী? অনেকটা এমন ঢঙেই যেন বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি (Church)। হাহাকারের বুকে ছড়িয়ে গেল শান্তির প্রার্থনা গান। জাতীয় নাগরিক পঞ্জি (NRC), নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর-এর চাপে আগুন জ্বলছে গোটা দেশ জুড়ে। বাদ নেই শিক্ষাঙ্গন। রক্তাক্ত ছাত্র-যুব। বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা। সব মিলিয়ে চাপা অশান্তি। কোথাও কোথাও অবশ্য সেই অশান্তির আগুনের আঁচ অনেকটা নিস্তেজ। ছন্দে ফিরছে পরিস্থিতি। দেশের এমন ভয়াল দিনে উৎসবের আনন্দে গা ভাসালেন সাধারণ মানুষ। বড়দিনে সেজে উঠল বিভিন্ন রাজ্যের নামকরা গির্জাগুলি।
দক্ষিণে কেরালা-কর্ণাটক থেকে পশ্চিমে মহারাষ্ট্র-গোয়া হোক কিংবা পূর্বে পশ্চিমবঙ্গ, ওদিকে উত্তরে রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের হিমশীতল সীমান্তরেখায় (Line Og Control) দাঁড়িয়েই বড়দিনের আমেজে গা ভাসালেন আপামর ভারতবাসী। কর্ণাটকের বেঙ্গালুরুতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস ক্যাথিড্রাল যেমন আলোয় সাজল তেমনই গোয়ার পানাজিতে প্রার্থনা গানে মুখর হল গির্জা। এদিকে দিল্লির গোল ডাক খানার চার্চে জ্বলে উঠল মোমবাতি (Candle), কেরালার তিরুবনন্ত পুরমের সেন্ট জশেপস ক্যাথিড্রালে উপছে পড়ল জনস্রোত। এই সমগ্র চিত্রটা যেন একটাই বার্তা দিতে চায়- দাঙ্গায় বিভক্ত দেশ, কিন্তু উৎসবে এক ভারত। আরও পড়ুন: Christmas 2019: কাশ্মীরে বরফে মোড়া নিয়ন্ত্রণরেখা, তারমধ্যেই বড়দিন উদযাপনে মাতলেন সেনা জওয়ানরা(দেখুন ভিডিও)
দেখুন বড়দিন মুখর ভারতের ছবি -
— ANI (@ANI) December 24, 2019
রাজনীতির (Politics) আর্তনাদ পেরিয়ে যেন বুক ভরে শ্বাস নিচ্ছে ভারত (India)। মানুষ যেন খুঁজতে বেরিয়েছে স্যান্টাক্লজকেই। অশান্তির দিন ঝোলায় পুরে যে পাড়ি দেবে নিজের স্লেজগাড়ি চড়ে। মন ভালো করার গান আজ দেশের বাতাসে। ফ্রুট কেক-নীল রাতের মাদকতা ভালবাসায় ভাসছে ঐতিহ্যের দেশ। সব মিলিয়ে বেশ কয়েক মাসের কালো রাত ছাপিয়ে গেল বড়দিনের আলোর সন্ধে।