JP Nadda In Howrah: সুকান্ত ও শুভেন্দুকে সঙ্গে নিয়ে দুর্গার আরতি করছেন জেপি নাড্ডা, হাওড়ার ভিডিয়ো

সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে হাওড়ার একটি পুজো মণ্ডপে মা দুর্গার আরতি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ()।

Photo Credits: ANI

কলকাতা: নিন্দুকরা বলেন, বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা আলাদা শিবিরে বিরাজ করেন! খুব একটা মিলও নাকি নেই! মহাসপ্তমীর সকালে তা এক প্রকার ভুল প্রমাণ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শুভেন্দু অধিকারীকে (Suvendhu Adhikari) সঙ্গে নিয়ে হাওড়ার (Howrah) একটি পুজো মণ্ডপে (puja pandal) মা দুর্গার (goddess Durga) আরতি (aarti) করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda)। সঙ্গে ছিলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালও (Agnimitra Paul)। আরও পড়ুন: Durga Puja 2023: মণ্ডপে চলছে সপ্তমীর পুজো, সকাল থেকে রাস্তায় জনতার ঢল, মহানগরে ঠাকুর দেখার উন্মাদনা তুঙ্গে

দেখুন ভিডিয়ো:

পরে বক্তব্য রাখতে গিয়ে জেপি নাড্ডা বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ সারা পৃথিবীকে পথ দেখানোর বিষয়ে এগিয়ে রয়েছেন। আমি প্রার্থনা করি যে এই মাটিতে থাকা আসুরিক শক্তির বিনাশ হোক ও ভালো শক্তিরা আরও শক্তিশালী হয়ে সমাজকে পবিত্র করে তুলুক।"



@endif