Dussehra In Delhi: দশেরার প্রস্তুতি তুঙ্গে! ভিডিয়োতে দেখুন রাবণের কুশপুতুল তৈরিতে ব্যস্ত কারিগররা
আর একদিন পরে অর্থাৎ মঙ্গলবার দশেরা। দেশজুড়ে পালিত হওয়া রাবণের প্রতীকী বধের ঘটনা ইঙ্গিত দেয় অশুভকে পরাজিত করে শুভ শক্তির আর্বিভাবের।
নয়াদিল্লি: আর একদিন পরে অর্থাৎ মঙ্গলবার দশেরা (Dussehra)। দেশজুড়ে পালিত হওয়া রাবণের (Ravan) প্রতীকী বধের ঘটনা ইঙ্গিত দেয় অশুভকে পরাজিত করে শুভ শক্তির আর্বিভাবের। রবিবার দিল্লির (Delhi) টেগোর গার্ডেনে (Tagore Garden) দশেরা উপলক্ষে রাবণের কুশপুতুল তৈরির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন শিল্পীরা।
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে রাবণের কুশপুতুল তৈরিতে ব্যস্ত দিল্লির একজন শিল্পী সোনু (Ravan effigy maker Sonu) বলেন, "আমাদের কাজ (work) হল কুশপুতুল তৈরি করা। যাঁরা এই কুশপুতুল নিয়ে যান তাঁরা নিজেদের তাতে আতশবাজি (firecrackers) লাগিয়ে নেন। অনেক মানুষ আবার আতশবাজি ছাড়াই কুশপুতুল পোড়ান (burn)। এবছর আমরা ৫০টি কুশপুতুল তৈরি করেছি। শুধুমাত্র ডেলিভারি (delivery) দেওয়া বাকি রয়েছে। আমাদের তৈরি কুশপুতুলের সর্বোচ্চ উচ্চতা (maximum height) ৫০ ফুট।" : আরও পড়ুন: Sharad Navratri 2023,Day Eight: আজ নবরাত্রির অষ্টম দিন, শাস্ত্র মতে অষ্টমী তিথিতে মহাগৌরীর পুজো
দেখুন ভিডিয়ো: