Aabha Paul Saree Look: শাড়িতে ফটোশুট সুন্দরী অভিনেত্রী আভা পলের, ভাইরাল ছবি...

Credit: Instagram

সাধারণত আধুনিক এবং বোল্ড লুকের জন্য জনপ্রিয় আভা পল। সোশ্যাল মিডিয়াতেও বোল্ড লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার পাশাপাশি প্রায় প্রতিদিন নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও বা রিল শেয়ার করেন অভিনেত্রী আভা। আধুনিক ও বোল্ড লুকে দেখতে পাওয়া গেলেও বিভিন্ন উৎসব বা ফটোশুটের জন্য নিজেকে ভারতীয় সাজেও সাজিয়ে তোলেন অভিনেত্রী। তবে আধুনিক ও বোল্ড লুকে যতটা সুন্দর দেখতে লাগে আভাকে ততটাই সুন্দর দেখতে লাগে ভারতীয় সাজে।

অভিনেত্রী আভা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই তা ভাইরাল হয়ে যায়, তার ছবি ও ভিডিও খুব পছন্দ করে তার ভক্তরা। সম্প্রতি শাড়ি পরে ফোটোশুটের ছবি ও ভিডিও শেয়ার করেছেন আভা পল। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে উজ্জ্বল ঘিয়ে রঙের শাড়ি পরেছেন আভা। শাড়ি, খোলা চুল, হালকা মেকআপ ও স্টাইলিশ পোজ আরও বাড়িয়ে তুলেছে আভার সৌন্দর্য।



@endif