Durga Puja 2019: 'বাজল তোমার আলোর বেণু' শুনলে এবার সাত সকালেই জেগে উঠবে প্রেম; পুজোর গানে এ বছর এমনই ম্যাজিক্যাল টাচ দিলেন রাজরূপ সাহা এবং পরিচালক অনুরাগ পতি
মহালয়ার সকালে (Mahalaya Morning) রেডিও'র (Radio) ওপার থেকে গান গাইছেন স্বামী (Husband)। ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই গান শুনছেন স্ত্রী (Wife)। ফ্ল্যাট কালচারে অভ্যস্ত আধুনিকা স্ত্রীর মনে প্রবেশ করছে আগমনী। রোজকার হাউজ কোট (House Coat) ছেড়ে আধুনিকার পরনে উঠে আসছে লাল পাড় - সাদা শাড়ি। শরত সকালের মিঠে রোদ্দুর ছুয়ে যাচ্ছে সদ্য স্নাতার কপাল। সিঁথি ছুঁয়ে যাচ্ছে সিঁদুর মাখা আঙুল। পায়ের পাতা রঙিন হয়ে উঠছে আলতা রঙে। ল্যাপটপে (Laptop) স্পিড তোলা হাত পুস্পে পুস্পে ভরিয়ে দিচ্ছে মা উমার সারা অঙ্গ। 'বাজল তোমার আলোর বেণু'-র (Bajlo Tomar Alor Benu) পরিচিত দৃশ্যপটে এবার এমনই নতুন চিত্রকল্প। পরিচিত সুরেও রকিং টাচ (Rocking Touch)। পুজোর সকালে যা আপনার মনে জাগিয়ে তুলবে স্নিগ্ধ প্রেমের অনুভূতি।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর: মহালয়ার সকালে (Mahalaya Morning) রেডিও'র (Radio) ওপার থেকে গান গাইছেন স্বামী (Husband)। ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই গান শুনছেন স্ত্রী (Wife)। ফ্ল্যাট কালচারে অভ্যস্ত আধুনিকা স্ত্রীর মনে প্রবেশ করছে আগমনী। রোজকার হাউজ কোট (House Coat) ছেড়ে আধুনিকার পরনে উঠে আসছে লাল পাড় - সাদা শাড়ি। শরত সকালের মিঠে রোদ্দুর ছুয়ে যাচ্ছে সদ্য স্নাতার কপাল। সিঁথি ছুঁয়ে যাচ্ছে সিঁদুর মাখা আঙুল। পায়ের পাতা রঙিন হয়ে উঠছে আলতা রঙে। ল্যাপটপে (Laptop) স্পিড তোলা হাত পুস্পে পুস্পে ভরিয়ে দিচ্ছে মা উমার সারা অঙ্গ। 'বাজল তোমার আলোর বেণু'-র (Bajlo Tomar Alor Benu) পরিচিত দৃশ্যপটে এবার এমনই নতুন চিত্রকল্প। পরিচিত সুরেও রকিং টাচ (Rocking Touch)। পুজোর সকালে যা আপনার মনে জাগিয়ে তুলবে স্নিগ্ধ প্রেমের অনুভূতি।
রইল গানের লিঙ্ক-
'বাজল তোমার আলোর বেণু' মানেই বাঙালির মনে সেই পরিচিত সুর। শিউলি তলা..... আর কাশের বন। এই চেনা রূপকল্প থেকে অনেকখানি বেরিয়ে এসে নতুনভাবে ভেবেছেন প্যাশনেট সিঙ্গার রাজরূপ সাহা (Rajroop Saha) এবং পরিচালক অনুরাগ পতি (Anurag Pati)। আপাদমস্তক ফ্ল্যাট কালচারে অভ্যস্ত আধুনিকাও যে পুজোর এলে আটপৌরে শাড়িকেই আপন করে নেন। ঘরোয়া সাজে নিজেকে সাজিয়ে তুলতেই সাচ্ছন্দ বোধ করেন এমন ভাবনা থেকেই পরিচিত গানে নতুন সুর আর চিত্রায়ণ ঘটানো হয়েছে বলে 'লেটেস্টলি' (LatestLY) বাংলাকে জানান রাজরূপ এবং অনুরাগ। গত ২৭ সেপ্টেম্বর মহালয়ার আগের দিনই রিলিজ করে গিয়েছে রাজরূপের নতুন গান। জনপ্রিয় অভিনেত্রী পূজারিণী ঘোষের উপস্থিতিতে মুক্তি পেয়েছি গানটি।। গানের দৃশ্যায়নেও দেখা গিয়েছে রাজরূপকে। আরও পড়ুন- Durga Puja 2019: সুরুচি সংঘের পুজোর থিম সং লিখলেন মমতা ব্যানার্জি; গান গাইলেন শ্রেয়া ঘোষাল
কিরীটী ও কালো ভ্রমর, হীরালাল, কমরেডের মত জনপ্রিয় ছবিতে সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন অনুরাগ। আর এবার অনুরাগের পরিচালনায় 'বাজল তোমার আলোর বেণু'-র নতুন দৃশ্যায়ন সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।