Diwali 2024: আলোর উৎসবে ভাসতে তৈরি গোটা দেশ, দীপাবলিতে কখন করবেন লক্ষ্মীর আরাধনা, দেখে নিন পুজোর নির্ঘণ্ট

ধনতেরাসের পর দীপাবলি, ছোট দীপাবলি, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা দিয়ে অক্টোবর, নভেম্বর মাসের উৎসবের মরশুম শেষ হয়। দীপাবলিতে মানুষ লক্ষ্মী পুজো করেন।

Laxmi Puja (Photo Credit: Pixabay)

কলকাতা, ৩০ অক্টোবর: আলোর উৎসবে ভাসতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ৩১  অক্টোবর আলোর উৎসব দীপাবলিতে (Diwali 2024) মেতে উঠবে গোটা দেশ। অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তির উদয় হয় এই দীপাবলিতে। এমনই বিশ্বাস করেন হিন্দু ধর্মের মানুষজন। দীপাবলিতে রাবণকে পরাস্ত করে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন। এমন বিশ্বাসও রয়েছে। দীপাবলিতে ৫-৬ দিন ধরে উৎসব শুরু হয়। যা শুরু হয় ধনতেরাস (Dhanteras) দিয়ে। ধনতেরাসের মাধ্যমে যে আলোর উৎসবের সূচনা হয়, তার সমাপ্তি হয় গোবর্ধন পুজোর দিন। ধনতেরাসের পর দীপাবলি, ছোট দীপাবলি, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা দিয়ে অক্টোবর, নভেম্বর মাসের উৎসবের মরশুম শেষ হয়। দীপাবলিতে মানুষ লক্ষ্মী পুজো করেন। বাংলার বিভিন্ন জায়গা. দীপাবলিতে দীপন্বিতা লক্ষ্মী পুজোর প্রচলন রয়েছে। ওইদিন লক্ষ্মীর সঙ্গে নারায়ণ, কুবের এবং গণেশেরও পুজো করেন অনেকে।

আরও পড়ুন: Dhanteras 2024: ধনতেরাসে ভুলেও ঘরে আনবেন না এই জিনিসগুলি, দেখে নিন সেই তালিকা

বাংলার বহু ঘরে দীপাবলিতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজোর প্রচলন রয়েছে। ৩১ অক্টোবর দেশের কোন শহরে লক্ষ্মী পুজো কখন হবে, সেই তালিকা দেখে নিন...

কলকাতায় লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট বিকেল ৫.৪৫ থেকে সন্ধে ৬.১৬ পর্যন্ত।

দিল্লি-৫.৩৬ থেকে ৬.১৬

মুম্বই-৬.৫৭ থেকে ৮.৩৬ মিনিট পর্যন্ত

বেঙ্গালুরু-৬.৪৭ থেকে ৮.২১

আহমেদাবাদ-৬.৫২ থেকে ৮.৩৫

চণ্ডিগড়-৫.৩৫ থেকে ৬.১৬

চেন্নাই-৫.৪২ থেকে ৬.১৬

হায়দরাবাদ-৫.৪৪ থেকে ৬.১৬

পুণে-৫.৫৪ থেকে ৮.৩৩

দীপাবলিতে পুজোর পাশাপাশি পরিবার এবং আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটান  মানুষ। রঙ্গোলি তৈরি করেন। সেই সঙ্গে রংবেরংয়ের বাজির উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে গোটা দেশ।



@endif