Tiranga DP Independence Day 2023: স্বাধীনতা দিবসে বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি ডিসপ্লে পিকচার হোক তেরঙ্গা
কোনও দেশর ঐতিহ্য, মর্যাদা ও অখণ্ডতার প্রতীক জাতীয় পতাকা।
কলকাতা: কোনও দেশর ঐতিহ্য, মর্যাদা ও অখণ্ডতার প্রতীক জাতীয় পতাকা। গত বছর ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day) স্মরণীয় করে রাখতে, ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের ডাক দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি দেসবাসী যেন তাঁদের সোশ্যাল মিডিয়া (Social Media) প্রোফাইলের ডিপি বদলে জাতীয় পতাকার ছবি (Tiranga Images) দেয় তার আর্জি জানিয়েছিলেন তিনি। ভারতের জাতীয় পতাকায় তিনটি রঙ রয়েছে তাই এর নাম তেরঙ্গা। গেরুয়া রঙটি দেশের শক্তি এবং সাহসের প্রতীক, সাদা বোঝায় শান্তি এবং সত্য। সবুজ উর্বরতা এবং বৃদ্ধির প্রতিক, আর মাঝের অশোক চক্রের উন্নতি ও প্রগতির প্রতিক।
এবছর 'হর ঘর তিরাঙ্গা অভিযান ২.০' ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ২৫ টাকা খরচ করে নাগরিকরা তাঁদের নিকটবর্তী ডাকঘর থেকে জাতীয় পতাকা কিনতে পারবেন। এই উদ্যোগের উদ্দেশ্য নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় গৌরব বৃদ্ধি করা। প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলতে সরকারি ওয়েবসাইট www.epostoffice.gov.in.-এর মাধ্যমে অনলাইনেও পতাকা অর্ডার করার সুযোগ করে দিয়েছে। আরও পড়ুন : Meri Mati Mera Desh: শহিদদের সম্মানে স্বাধীনতা দিবসে দেশজুড়ে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে, জানালেন মোদি
উল্লেখ্য, ভারতের জাতীয় পতাকা প্রথমবারের জন্য ১৯০৬ সালের ৭ অগস্ট তোলা হয়েছিল। কলকাতার পার্সি বাগানে এই পতাকা উত্তোলন করা হয়েছিল। তখন সেই পতাকাটি ছিল লাল, হলুদ এবং সবুজ রঙের।
১৯২১ সালে পিঙ্গলি ভেঙ্কাইয়া প্রথমবার বর্তমান পতাকার কাছাকাছি এই পতাকা তৈরি করেন সেখানে ছিল দুটি রং, সবুজ আর লাল।
এরপর ১৯৩১ সালে তেরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার জন্য একটি বিল পাশ হয় যেখানে ছিল গেরুয়া, সাদা আর সবুজ রং। মাঝে গান্ধীজির চরকা। অবশেষে বর্তমান পতাকাটি গৃহীত হয় ২২ জুলাই ১৯৪৭ সালে। এবং ১৫ আগস্ট ১৯৪৭ সালে প্রথমবার উত্তোলন করা হয় স্বাধীন ভারতে।