Bhoot Chaturdashi 2024: ভূত চতুর্দশী কবে? আপনার জন্য রইল ভূত চতুর্দশীর শুভেচ্ছা বার্তা
ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়া এবং সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে।
Bhoot Chaturdashi: ভূত চতুর্দশী মানেই গা ছমছমে একটা ব্যপার। পৌরাণিক তথ্য অনুযায়ী নরকাসুরকে এই দিনে কৃষ্ণ এবং সত্যভামা বধ করেছিলেন। কালীপুজোর আগের দিনটিকে ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi) হিসেবে ধরা হয়। এ বছর এই তিথি পড়েছে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে। এই তিথি থাকবে ৩১ অক্টোবর দুপুর ৩.৫২ পর্যন্ত। বিশ্বাস করা হয় এদিন অন্ধকারে মৃত পূর্বপুরুষের আত্মা তাঁদের প্রিয়জনকে দেখতে পৃথিবীতে নেমে আসেন। এই দিন চোদ্দ শাক খাওয়ার নিয়ম রয়েছে, এছাড়া এদিন সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। এই চোদ্দ প্রদীপ আমাদের চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। ভূত চতুর্দশীতে আপনার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা বার্তা। দেখুন-