'Z' Categor Security For Yashwant Sinha: বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র
বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা ('Z' Categor Security) দিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিরাপত্তা দেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।
নতুন দিল্লি, ২৪ জুন: বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা ('Z' Categor Security) দিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিরাপত্তা দেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে।
এর আগে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ( Z+ Category Security Cover) দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর নিরাপত্তায় ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে সিআরপিএফ কর্মীরা। আরও পড়ুন: Maharashtra Political Crisis: ক্রমেই শক্তি বাড়ছে একনাথ শিন্ডের, সমর্থনে থাকা বিধায়ক সংখ্যা ৫০ ছাড়াতে পারে
ANI-র টুইট:
আজই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে যশবন্ত সিনহা মনোনয়ন জমা দেবেন ২৭ জুন।