Jharkhand Shocker: ইনস্টাগ্রামে অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করার জের, প্রেমিকাকে পিটিয়ে খুন করল কিশোর
মহকুমা পুলিশ শাসক শিব শঙ্কর তিওয়ারির নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। ধৃত কিশোরকেও পাঠানো হয়েছে রিমান্ড হোমে।
গোড্ডা: ইনস্টাগ্রামে (Instagram) অন্য ছেলের সঙ্গে চ্যাটিং (Chatting) করছিল। এর জেরে প্রেমিকাকে ধাতব রড (Metal rod) দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) গোড্ডা (Godda) জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরী ও অভিযুক্ত কিশোর গোড্ডা জেলার উর্জানগরের (Urjanagar) একটি ইংলিশ মিডিয়াম স্কুলে (English medium school) একই সঙ্গে পড়াশোনা করত। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও (relationship) তৈরি হয়েছিল। সম্প্রতি অভিযুক্ত কিশোর জানতে পারে তার চোখের আড়ালে অন্য একটি ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে চ্যাটিং করছে মেয়েটি।
ওই কিশোরী যখন বুধবার সন্ধ্যায় তার এক বান্ধবীর বাড়িতে হোলি (Holi) খেলতে যাচ্ছিল তখন রাস্তায় একটি ধাতব রড নিয়ে তার উপর চড়াও হয় অভিযুক্ত কিশোর। তারপর তাকে বেধড়ক পেটায়।
তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করতেই নিজের অপরাধের কথা স্বীকার করে ধৃত। এপ্রসঙ্গে গোড্ডার পুলিশ সুপার নাথু সিং মীনা জানান, একটি ধাতব রড দিয়ে মেয়েটিকে পিটিয়ে মারে ধৃত। তারপর মৃতার মোবাইল ফোনটি তার মৃতদেহ থেকে কিছু মিটার দূরে ফেলে দেয়।
মহকুমা পুলিশ শাসক শিব শঙ্কর তিওয়ারির নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। ধৃত কিশোরকেও পাঠানো হয়েছে রিমান্ড হোমে। আরও পড়ুন: Gauhati High Court: মহিলা বিচারককে ভস্মাসুর বলার জের, আইনজীবীকে দোষী সাব্যস্ত করল গুয়াহাটি হাইকোর্ট