Jharkhand Mob Lynching: নৃশংস! ঝাড়খণ্ডে ছাগল চুরির চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে খুন
ছাগল চুরির চেষ্টা করার অভিযোগে ৩২ বছরের এক যুবককে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায়।
গিরিডি: ছাগল চুরির (Steal goats) চেষ্টা করার অভিযোগে ৩২ বছরের এক যুবককে পিটিয়ে খুন করল (Beaten to Death) উত্তেজিত জনতা (Mob)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি (Giridih) জেলায়।
রবিবার এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়, শনিবার রাতে ঘটনাটি (Jharkhand Mob Lynching) ঘটেছে গিরিডি জেলার মুফ্ফাসিল পুলিশ স্টেশনের (Muffaasil) অন্তর্গত আদিবাসী অধ্যুষিত গ্রাম সাদি গায়োনরোতে। জায়গাটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। আরও পড়ুন: Jammu and Kashmir Terror Attack: নববর্ষের প্রথমদিনেই পরপর জঙ্গি হামলা কাশ্মীরে, মৃত কমপক্ষে ৩
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে গিরিডির সাবা-ডিভিশনাল পুলিশ আধিকারিক অনিল কুমার সিং বলেন, মৃত ওই যুবকের নাম বিনোদ চৌধুরী। একই থানার অধীনস্থ সিমারিহা গ্রামে। শনিবার রাতে ওই যুবক সাদি গায়োনরো গ্রামে ছাগল চুরি করার জন্য চেষ্টা চালাচ্ছিল। সে যখন ওই গ্রামের একটি বাড়িতে লুকিয়ে ঢোকার চেষ্টা করছিল তখন গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করে তাকে জেরা করে। পরে কথাবার্তায় অসংগতি থাকায় ওই যুবককে পিটিয়ে মারে উত্তেজিত গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের কারও কারও অভিযোগ, মৃত ব্যক্তি একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্তও। ওই যুবককে যারা মেরেছে তাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।