COVID-19 Spread In Uttar Pradesh: করোনার ত্রাসে স্কুল বন্ধ, উত্তরপ্রদেশে পরীক্ষা ছাড়াই নতুন ক্লাসে যোগ দিতে পারবে অষ্টম শ্রেণির পড়ুয়ারা

করোনা ত্রাসে দিশেহারা ভারত। সংক্রমণ ঠেকাতে স্কুল ও পরীক্ষা বন্ধের নির্দেশ দিল যোগী আদিত্যনাথের সরকার। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা ছাড়াই নতুন ক্লাসে সুযোগ পাবে। জানিয়ে দিল উত্তরপ্রদেশ সরকার (Yogi Adityanath government)। উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেছেন, স্কুল বন্ধ থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইস্কুলে ভর্তির পরীক্ষা থেকে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ণের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ২ এপ্রিল পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শিক্ষকদের পরীক্ষা কেন্দ্র থেকে দূরে থাকতে বলা হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ণ দেরি হলে, পরীক্ষার ফলও দেরি করেই বেরোবে।

প্রতীকী ছবি(Photo Credit: Facebook)

লখনউ, ১৮ মার্চ: করোনা ত্রাসে দিশেহারা ভারত। সংক্রমণ ঠেকাতে স্কুল ও পরীক্ষা বন্ধের নির্দেশ দিল যোগী আদিত্যনাথের সরকার। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা ছাড়াই নতুন ক্লাসে সুযোগ পাবে। জানিয়ে দিল উত্তরপ্রদেশ সরকার (Yogi Adityanath government)। উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেছেন, স্কুল বন্ধ থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইস্কুলে ভর্তির পরীক্ষা থেকে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ণের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ২ এপ্রিল পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শিক্ষকদের পরীক্ষা কেন্দ্র থেকে দূরে থাকতে বলা হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ণ দেরি হলে, পরীক্ষার ফলও দেরি করেই বেরোবে।

ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল মঙ্গলবার। ওই সেনা জওয়ান কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কর্মরত। তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ। তিনি পদাতিক রেজিমেন্টে আছেন। পাহাড় ঘেরা সীমান্তকে রক্ষা করাই তাঁর কাজ। মঙ্গলবার রাতেই তাঁর শরীরে করোনার জীবাণু মিলেছে। ওই সেনা জওয়ানের বাবা ইরানে তীর্থ করতে বেরিয়েছিলেন। তিনি ফিরেছেন সম্প্রতি। ইরানের অবস্থা খুবই সঙ্গীন, ওই তীর্থযাত্রীর শরীরেও করোনার ভাইরাস মিলেছে। বাবার শরীরে করোনার জীবাণু মিলতেই গত সাত তারিখে জওয়ান নিজেই কোয়ারেন্টাইনে গিয়েছিলেন। ১৬ তারিখে তাঁর শরীরে মিলল জীবাণু। তাঁকে এখন লাদাখের এসএনএম হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন তিনি। চলতি মাসের দুই তারিখে তিনি ফের কাজে যোগ দেন। তবে ছুটি থেকে ফেরার পরেও পরিবারের সহযোগিতা করছিলেন তিনি। কোয়ারেন্টাইনে ছিলেন নিজের গ্রামেই। আক্রান্তের খবর মিলতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন-Coronavirus Outbreak In India: এবার করোনার গ্রাসে ভারতের সেনাবাহিনী, আক্রান্ত জওয়ান লাদাখে কর্মরত

অন্যদিকে দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে মারণ রোগ করোনাভাইরাস। সৌদি সফর থেকে ফিরে সংক্রমণ রুখতে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে গেলেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু (Suresh Prabhu)। সৌদি থেকে ফেরার পর তাঁর কোভিড-১৯ টেস্ট হয়েছে। কিন্তু তাতে ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলেনি। তবুও সাবধানতা অবলম্বন করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে এই বিজেপি নেতা।