Thane Shocker: থানের সমুদ্র সৈকতে সুটকেস থেকে উদ্ধার যুবতীর মুণ্ডুহীন দেহ
শুক্রবার মহারাষ্ট্রের থানে জেলার মিরা-ভায়ান্দার অঞ্চলের উত্তন এলাকার সমুদ্র সৈকত থেকে একটি সুটকেস উদ্ধার করে পুলিশ। সেটি খুলতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় এক যুবতীর মুণ্ডুহীন মৃতদেহ। ঘটনাটির কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
থানে: শুক্রবার মহারাষ্ট্রের (Maharastra) থানে (Thane) জেলার মিরা-ভায়ান্দার (Mira-Bhayandar) অঞ্চলের উত্তন এলাকার (Uttan Area) সমুদ্র সৈকত (Sea beach) থেকে একটি সুটকেস (Suitcase) উদ্ধার করে পুলিশ। সেটি খুলতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় এক যুবতীর মুণ্ডুহীন মৃতদেহ (Woman’s Headless Body)। ঘটনাটির কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুমান করা হচ্ছে ওই যুবতীর বয়স মোটামুটি ২৫ বছরের কাছে হবে। শুক্রবার সকালে মিরা-ভায়ান্দারের উত্তন এলাকার পালি সমুদ্র সৈকত থেকে একটি সুটকেসের মধ্যে তাঁর মুণ্ডুহীন দেহ ঢোকানো ছিল।
ওই সৈকতে থাকা মানুষজন সুটকেসটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তারপরই ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এপ্রসঙ্গে উত্তন থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শাহুরাজ রানাভারে জানান, যুবতীটির পরনে একটি টি-শার্ট ছিল এবং তাঁর ডান হাতে ছিল একটি ধর্মীয় ট্যাটু। বর্তমানে দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করে যুবতীটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: Odisha Coromandel Express Accident: ওড়িশায় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিয়ো