UP Shocker: বারেবারে নিজের সন্তানের মৃত্যু, ফাঁড়া কাটাতে তান্ত্রিকের কথায় ১৮ মাসের শিশুকে বলি দিল মহিলা!

তান্ত্রিক (Tantrik) আচারের অংশ হিসাবে তার ১৮ মাসের শিশুকে (Child) বলি (Sacrifice) দিল এক মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলার (Amroha District) আদমপুর থানার (Adampur Police) অন্তর্গত মালাকপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মহিলা সরোজ দেবী (৩২) ও তার স্বামীকে আটক করেছে। শিশুটির বাবা রমেশ কুমার (২৮) বলেন, "আমার বড় ভাই এবং শালির তিন সন্তানের মৃত্যু হয় তাদের জন্মের পরপরই। শালি যখন চতুর্থবার গর্ভবতী হয়, তখন একজন তান্ত্রিকের সঙ্গে পরামর্শ করে। যাতে তাদের চতুর্থ সন্তানটি বেঁচে থাকে। তান্ত্রিকের পরামর্শে তারা আমার শিশুপুত্রকে হত্যা করেছে।"

প্রতীকী ছবি

আমরোহা, ২৬ অগাস্ট: তান্ত্রিক (Tantrik) আচারের অংশ হিসাবে তার ১৮ মাসের শিশুকে (Child) বলি (Sacrifice) দিল এক মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলার (Amroha District) আদমপুর থানার (Adampur Police) অন্তর্গত মালাকপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মহিলা সরোজ দেবী (৩২) ও তার স্বামীকে আটক করেছে। শিশুটির বাবা রমেশ কুমার (২৮) বলেন, "আমার বড় ভাই এবং শালির তিন সন্তানের মৃত্যু হয় তাদের জন্মের পরপরই। শালি যখন চতুর্থবার গর্ভবতী হয়, তখন একজন তান্ত্রিকের সঙ্গে পরামর্শ করে। যাতে তাদের চতুর্থ সন্তানটি বেঁচে থাকে। তান্ত্রিকের পরামর্শে তারা আমার শিশুপুত্রকে হত্যা করেছে।"

পুলিশ জানায়, কয়েকদিন ধরেই শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পুলিশে ডায়েরিও করা হয়। দুদিন পরে শিশুটির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি আখ খেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এক কৃষক তাঁর জমিতে শিশুটির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি দেখতে পেয়ে খবর দেন। আরও পড়ুন: Uttar Pradesh: ৪০০ টাকায় সাইকেল বেচে, হোটেলে কাজ করে আগ্রার তাজমহল দেখল ৪ কিশোর!

ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আমরোহার পুলিশ সুপার আদিত্য লাঙ্গেহ বলেছেন, "প্রাথমিকভাবে মনে হয়েছে শিশুটিকে বলিদানের আচারে হত্যা করা হয়েছে। মহিলা অপরাধ করার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন যে এক তান্ত্রিকের নির্দেশেই এই কাজ করেছেন। শিশুটিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার পা ও শরীরের অন্যান্য অংশ কেটে ফেলা হয়। শিশুটির কপালে তিলক লাগানো মাথাটি আমরা উদ্ধার করেছি।"