IAF officer Rape: ধর্ষণ প্রমাণে বায়ু সেনার মহিলা অফিসারের 'টু ফিঙ্গার টেস্ট', সরব জাতীয় মহিলা কমিশন
সম্প্রতি বায়ু সেনার (IAF) এক মহিলা অফিসার পদস্থ কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ মহিলা অফিসারকে ধর্ষণ করা হ.য়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁর টু ফিঙ্গার টেস্ট করেন চিকিৎসক৷ যা নিয়ে সরব হয় মহিলা কমিশন৷
দিল্লি, ১ অক্টোবর: বায়ুসেনার চিকিৎসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক মহিলা অফিসারের৷ ধর্ষণ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বায়ু সেনার মহিলা অফিসারের (Woman IAF Officer) সঙ্গে অসংলগ্ন আচরণ ( টু ফিঙ্গার টেস্ট) করেছেন চিকিৎসক৷ এরপরই বায়ু সেনার চিকিৎসকের বিরুদ্ধে সরব হন মহিলা অফিসার৷ যা জানার পর, জাতীয় মহিলা কমিশনও বিষয়টিতে হস্তক্ষেপ করতে শুরু করেছে৷
সম্প্রতি বায়ু সেনার (IAF) এক মহিলা অফিসার পদস্থ কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ মহিলা অফিসারকে ধর্ষণ করা হ.য়েছে কি না, তা খতিয়ে দেখতে তাঁর টু ফিঙ্গার টেস্ট করেন চিকিৎসক৷ বিষয়টি নিয়ে মহিলা অফিসার সরব হলে, জাতীয় মহিলা কমিশনও মুখ খোলে৷ ধর্ষণ (Rape) প্রমাণ করতে টু ফিঙ্গার টেস্ট অবৈধ বলে দাবি করে তীব্র ধিক্কার জানানো হয় ওই চিকিৎসককে৷
জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপার্সন রেখা শর্মা চিফ এয়ার মার্শালকে এ বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি পাঠান৷ বিষয়টি যাতে চিফ মার্শাল বিষয়টি খতিয়ে দেখেন, সে বিষয়ে আবেদন জানান রেখা শর্মা৷
গত ২৬ সেপ্টেম্বর বায়ু সেনার এক মহিলা অফিসার অভিযোগ করেন, তাঁর পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়৷ এরপর অচৈতন্য অবস্থায় ধর্ষণ করা হয়৷ ওই ঘটনার জন্য বায়ু সেনার এক অফিসারের বিরুদ্ধে আঙুল তোলেন ওই মহিলা অফিসার৷ এমনকী, তাঁকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বেশ কয়েকজন পদস্থ অফিসার চাপ দিতে শুরু করেন বলেও অভিযোগ৷ এরপরই ধর্ষণের প্রমাণ পেতে তাঁর টু ফিঙ্গার টেস্ট করেন বায়ু সেনার চিকিৎক৷ এমন অভিযোগও করেন তিনি৷ প্রসঙ্গত, ধর্ষণ প্রমাণে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করা হয়েছে শীর্ষ আদালতের (Supreme Court) তরফে৷
ওই ঘটনার পরপরই সংশ্লিষ্ট মহিলা অফিসার থানায় যান এবং ওই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন৷ অভিযোগ দায়েরের পরপরই অভিযুক্ত অফিসারকে গ্রেফতার করে পুলিশ৷