Jyoti Malhotra's Link With Yatri Doctor? কে এই যাত্রী ডক্টর? পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর কেন খবরের শিরোনামে চিকিৎসক নভাঙ্কুর চৌধুরী?

প্রবল সমালোচনার মুখে পড়ে নভাঙ্কুর দাবি করেন, তিনি কোনওভাবেই পাকিস্তানি গুপ্তচরবৃত্তিতে যুক্ত নন। তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। পাকিস্তানে তিনি একবারই গিয়েছেন। তাও আবার তাঁর ট্রাভেল ভ্লগার হিসেবে।

Jyoti Malhotra, Yatri Doctor (Photo Credit:x)

দিল্লি, ১৯ মে: জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) গ্রেফতারির পর থেকে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। কোথায় কার সঙ্গে পাকিস্তানি (Pakistan) গুপ্তচর জ্যোতি মালহোত্রার যোগাযোগ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসবের মাঝেই যাত্রী ডক্টর নামে আরও এক ইউটিউবারকে নিয়ে ফুঁসছেন বহু মানুষ। জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর যাত্রী ডক্টরের (Yatri Doctor) পুরনো ভিডিয়ো, ছবি অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন। যেখানে পাকিস্তানি হাইকমিশনে জ্যোতি মালহোত্রার সঙ্গে দেখা যায় যাত্রী ডক্টরকে। পাক হাই কমিশনে ঈদের সময় জ্যোতির সঙ্গে দেখা যায় যাত্রী ডক্টর ওরফে নভাঙ্কুর চৌধুরীকে। যেখানে জ্যোতির সঙ্গে হাসি মুখে দেখা যায় নভাঙ্কুরকে। জ্য়োতির গ্রেফতারির পর নভাঙ্কুরের পুরনো ভিডিয়ো এবং ছবি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মুখ খোলেন নভাঙ্কুর চৌধুরি ওরফে যাত্রী ডক্টর।

কে এই নভাঙ্কুর চৌধুরী

চিকিৎসক থেকে ট্রাভেল ভ্লগার হিসেবে নিজেকে পরিচিত করেন নভাঙ্কুর। ১৯৯৬ সালের ২ মার্চ জন্ম নভাঙ্কুরের। হরিয়ানার রোহতকে জন্ম নভাঙ্কুর মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। চিকিৎসক হিসেবে কাজ করার পর ২০১৭ সালে কেরিয়ার পালটে ফেলেন নভ্ঙ্কুর। চিকিৎসক থেকে সোজা ট্রাভেল ভ্লগার হয়ে যান তিনি। প্রায় ২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে নভাঙ্কুরের। ফলোয়ারের সংখ্যাও প্রচুর। প্রায় সাড়ে ৬ লক্ষ মত ফলোয়ার নভাঙ্কুরের ট্রাভেল ভ্লগ দেখেন। সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ১৪৪টি দেশ ঘুরে ফেলেছেন নভ্ঙাকুর বা যাত্রী ডক্টর। আরও ১৯৭টি দেশে যাওয়ার পরিকল্পনা নভাঙ্কুরের রয়েছে।

হরিয়ানার রোহতকে জন্ম হলেও নভাঙ্কুর চৌধুরী বর্তমানে দিল্লিতে থাকেন। তাঁর লিঙ্কডিন প্রোফাইল অন্তত তেমন কথাই বলছে।

আরও পড়ুন: YouTuber Jyoti Malhotra Was 'Pakistani Asset': পাকিস্তানের হাই প্রোফাইল পার্টিতে জ্যোতি মালহোত্রা, পাক অফিসারের সঙ্গে সখ্যতা, 'গদ্দার' ইউটিউবার পাকিস্তানের 'অ্যাসেট', চমকে উঠবেন তথ্য জানলে

কেন খবরের শিরোনামে রয়েছে নভাঙ্কুর চৌধুরী 

নভাঙ্কুরের (Navankur Chaudhary) পুরনো ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি পাকিস্তানের হাই কমিশনে রয়েছেন। এমনকী এক বিএসএফ জওয়ানের সমালোচনা করতেও দেখা যায় নভাঙ্কুরকে। ভারতের ভুল মানচিত্র দেখাতেও চোখে পড়ে নভাঙ্কুরকে। জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর যাত্রী ডক্টর তথা নভাঙ্কুরের পুরনো কিছু ভিডিয়ো সোশ্য়ল মিডিয়ায় উঠে আসতে শুরু করে। তারপরই প্রশ্নের মুখে পড়েন নভাঙ্কুর চৌধুরী।

প্রবল সমালোচনার মুখে পড়ে নভাঙ্কুর দাবি করেন, তিনি কোনওভাবেই পাকিস্তানি গুপ্তচরবৃত্তিতে যুক্ত নন। তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। পাকিস্তানে তিনি একবারই গিয়েছেন। তাও আবার তাঁর ট্রাভেল ভ্লগার হিসেবে।

পাশাপাশি তাঁকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে তৈরি। তাঁর পরিবারের অনেকেই সেনা বাহিনীতে রয়েছেন। দেশের সেবা করেছেন। বর্তমানে তিনি পুলিশের স্ক্যানারে নেই। তবে যদি তাঁকে ডাকা হয়, তাহলে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান নভাঙ্কুর চৌধুরী নামের এই ট্রাভেল ভ্লগার।

নভাঙ্কুরের সঙ্গে জ্যোতি মালহোত্রার কী সম্পর্ক 

নভাঙ্কুর চৌধুরী জানান, একজন অনুরাগী হিসেবে জ্যোতি তাঁর কাছে হাজির হন। তাঁর ট্রাভেল ভ্লগের ফ্যান ছিলেন জ্যোতি। ব্যক্তিগতভাবে তিনি জ্যোতি মালহোত্রাকে চেনেন না বলেও স্পষ্ট জানান নভাঙ্কুর।

সম্প্রতি জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রাকে। ট্রাভেল ভ্লগার জ্যোতি কীভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গুপ্তর হয়ে যায় ক্রমশ, তা প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে।

কে এই যাত্রী ডক্টর? পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর কেন খবরের শিরোনামে চিকিৎসক নভাঙ্কুর চৌধুরী?

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement