Champai Soren: হেমন্তের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, কে এই 'ঝাড়খণ্ড টাইগার'

নয়ের দশকে যখন শিবু সোরেন প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের জন্য, সেই সময় চম্পাইও সেখান যোগ দেন। শিবু সোরেনের সঙ্গে কাধে কাধ মিলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন চম্পাই সোরেন। ওই সময় থেকেই তাঁকে 'ঝাড়খণ্ড টাইগার' হিসেবে অভিহিত করা হয়। এরপর সরাইকেলা আসন থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন চম্পাই সোরেন।

Champai Soren takes oath as the Chief Minister of Jharkhand (Photo Credits: ANI)

রাঁচি, ২ ফেব্রুয়ারি: বুধবার রাতে ইডি (ED) গ্রেফতার করে হেমন্ত সোরেনকে (Hemant Soren)। হেমন্ত সোরেনের গ্রোফতারির পর ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই  সরোনের (Champai Soren) নাম উঠে আসে। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পাই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে এই চম্পাই সোরেন জানেন?

আরও পড়ুন: Jharkhand: শিগগিরই নয়া সরকার গঠন ঝাড়খণ্ডে, চম্পাই সোরেনকে 'আশ্বস্ত' করলেন রাজ্যপাল

জেনে নিন চম্পাই সোরেনকে নিয়ে বিভিন্ন তথ্য...

হেমন্ত সোরেনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চম্পাই। তিনি ছিলেন সোরেনের মন্ত্রিসভার পরিবহণমন্ত্রী।

বেশি দূর পড়াশোনা করেননি চম্পাই সোরেন। দশম শ্রেণির পর আর পড়াশোনা চালাননি চম্পাই। খুব কম বয়সেই বিয়ে করেন চম্পাই। তাঁর ৪ সন্তান।

নয়ের দশকে যখন শিবু সোরেন প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের জন্য, সেই সময় চম্পাইও সেখান যোগ দেন। শিবু সোরেনের সঙ্গে কাধে কাধ মিলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন চম্পাই সোরেন। ওই সময় থেকেই তাঁকে 'ঝাড়খণ্ড টাইগার' হিসেবে অভিহিত করা হয়। এরপর সরাইকেলা আসন থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন চম্পাই সোরেন।

বিজেপি সমর্থিক অর্জুন মুন্ডা সরকার ক্ষমতায় থাকার সময় প্রথমবার মন্ত্রী হন চম্পাই। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মন্ত্রীত্বের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন চম্পাই সোরেন।

ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসনের পর হেমন্ত সোরেন সরকার গঠন করলে, চম্পাই খাদ্য এবং পরিবহণ মন্ত্রীর দায়িত্ব পান।