West Bengal: বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত, সীমান্তের গ্রামগুলিতে ডেরা তৈরির চেষ্টা বহিরাগতদের? কড়া নজরদারি BSF এর

রিপোর্টে প্রকাশ, সীমান্তের বিভিন্ন গ্রামে ঘর ভাড়া নিয়ে অনেকের সাময়িকভাবে থাকার খবর মিলছে, সেই কারণে পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে।

BSF, Representational Image (Photo Credits: IANS)

কলকাতা, ১২ ডিসেম্বর: বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি উত্তপ্ত। পড়শি দেশের উত্তাপ যখন বাড়ছে, সেই সময় সীমান্ত নজরদারি আরও বাড়াল বিএসএফ (BSF)। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যাতে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, সীমান্তের বিভিন্ন গ্রামে ঘর ভাড়া নিয়ে অনেকের সাময়িকভাবে থাকার খবর মিলছে, সেই কারণে পশ্চিমবঙ্গে (West Bengal) যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গেের সীমান্তবর্তী গ্রামগুলিতে যাতে কেউ আশ্রয় নিতে না পারে, জন্য কেন্দ্র এবং রাজ্যের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, কানাডার রাস্তায় প্রতিবাদের সুর চড়ালেন প্রবাসী হিন্দুরা

সূত্রের খবর, সীমান্ত পার করে এপারে প্রবেশ করে গ্রামের একাধিক ঘর ভাড়া নিয়ে একাধিক যুবক বসবাসের চেষ্টা করছে। যাদের প্রত্যেকের বয়স ২০ এবং ৩০-এর মাঝে। তারা গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও মেলামেশার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশ থেকে যাতে কেউ কোনওভাবে ভারতে প্রবেশ করতে না পারে অবৈধভাবে, সে বিষয়ে কড়া নজর রাখতে শুরু করেছে বিএসএফ।