Weather Update On Heatwave: তাপমাত্রা কোথাও ৪৩, কোথাও ৪২; চব্বিশ রেকর্ড ভাঙা গরমের বছর, মনে করছে আবহাওয়া দফতর
২০২৩ সালে যে গরম পড়েছিল, তা ছাপিয়ে যাচ্ছে চব্বিশের গরম। ফলে এই বছরকে সবচেয়ে গরমের বছরর বলে আবহাওয়া দফতর চিহ্নিত করছে বলে খবর।
দেশের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলছে। আবহাওয়া দফতরের (IMD) তরফে এমন সতর্কতা জারি করা হয়েছে। আগাামী ৩০ এপ্রিল পর্যবন্ত দেশের একাধিক প্রান্তে প্রচণ্ড গরমের সঙ্গে বয়ে যাবে তপ্ত হাওয়া। ফলে তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, জারি করা হয়েছে সেই সতর্কতাও। এসবের মধ্যে আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে যে ধরনের গরম পড়ছে এবং তাপপ্রবাহ বইছে,তাতে তা রেকর্ড ভেঙেছে। এই বছর সবচেয়ে তপ্ত অর্থাৎ গরমের বছর বলে চিহ্নিত করছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Kolkata Heatwave: দুয়ারে মরভূমি থেকে ইস বার ৫০ পাড়, কলকাতার চাঁদিফাটা গরম যেন ডেথ ভ্যালির সান কিস
২০২৩ সালে যে গরম পড়েছিল, তা ছাপিয়ে যাচ্ছে চব্বিশের গরম। ফলে এই বছরকে সবচেয়ে গরমের বছরর বলে আবহাওয়া দফতর চিহ্নিত করছে বলে খবর। চলতি বছর ওড়িশায় যেমন গরম রেকর্ড করা হয়েছে, তেমনি রাজস্থানকে পিছনে ফেলে দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গও। বাংলাার বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা চড়চড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে।