Weather Update On Heatwave: তাপপ্রবাহ থেকে নিস্তার নেই আপাতত, মে মাসেও চলবে তীব্র দাবদাহ; জানাল আবহাওয়া দফতর

গোটা দেশের একাধিক রাজ্যে যখন তাপমাত্রা চড়চড়িয়ে বড়ছে, সেই সময় ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের কথায়, তাপপ্রবাহ যেভাবে চলছে, তাতে মে মাসেও কোনও স্বস্তি মিলবে না।

Heatwave In India (Photo Credit: Latestly)

দিল্লি, ১ মে: গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ (West Bengal), ওড়িশা (Odisha), বিহার (Bihar), ঝাড়খণ্ডের মত রাজ্যগুলি। অন্যদিকে দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, আভ্যন্তরীণ কর্ণাটকেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গোটা দেশের একাধিক রাজ্যে যখন তাপমাত্রা চড়চড়িয়ে বড়ছে, সেই সময় ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের কথায়, তাপপ্রবাহ (Heatwave) যেভাবে চলছে, তাতে মে মাসেও কোনও স্বস্তি মিলবে না। অর্থাৎ মে মাসেও তাপপ্রবাহ থেকে মানুষের নিস্তার নেই বলে জানায় আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Heat Wave in India: দেশজুড়ে তীব্র দাবদাহ! লাল সতর্কতা জারি বাংলা সহ ৪ রাজ্যে

বাংলা, বিহার, ওড়িশার পাশাপাশি তপ্ত দিবসের অপেক্ষায় রয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়. দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর জন্য।

ফলে এপ্রিল মাসের মত মে মাসেও ফের চড়চড়িয়ে উত্তাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয় আবহাওয়া দফতরের তরফে।