Weather Update For Heatwave: তাপমাত্রা থাকবে ৪৪-এর আশপাশে, বাংলা, ওড়িশায় চরম তাপপ্রবাহের সতর্কতা

পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাপপ্রবাহ চলবে চলতি সপ্তাহ ধরে। আগামী ৪-৫ দিন ধরে এই তাপপ্রবাহ ওড়িশায় চলবে। বাংলায়ও তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। অর্থাৎ ওড়িশা এবং বাংলায় তাপপ্রবাহ ক্রমশ বাড়বে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে।

Heatwave In India (Photo Credit: File photo)

দিল্লি, ২২ এপ্রিল: তাপপ্রবাহ (Heatwave) চলবে পশ্চিমবঙ্গ (West Bengal) এবং ওড়িশায় (Odisha)। গত সপ্তাহে স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় পূর্ব ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। আবহাওয়া দফতরের কথায়, চলতি সপ্তাহে দিল্লিতে তারমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি। এই তাপমাত্রা  আগামী সপ্তাহে আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা। তবে পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি করে। চলতি সপ্তাহ ভর পূর্ব ভারতে ৪৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে বলে আবহওয়া দফতর সূত্রে জানানো হয়। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে তারমাত্রা থাকবে ৪১ ডিগ্রির আশপাশে। সপ্তাহ ভর এই তাপমাত্রা ভারেতর বিভিন্ন রাজ্যে চড়বে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।

আরও পড়ুন: Heatwave Warning: গরমের দাপট আরও বাড়বে! বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি

তবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাপপ্রবাহ চলবে চলতি সপ্তাহ ধরে। আগামী ৪-৫ দিন ধরে  এই তাপপ্রবাহ ওড়িশায় চলবে। বাংলায়ও তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। অর্থাৎ ওড়িশা এবং বাংলায় তাপপ্রবাহ ক্রমশ বাড়বে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে।

রবিবার বিকেলে ওড়িশার তাপমত্রা ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী ৪ দিন ধরে ওড়িশায় এই পরিস্থিতি চলবে। ফলে ওড়িশায় জারি করা হয় কমলা সতর্কতা। বিহার এবং ঝাড়খণ্ডেও আগামী ৪, ৫ দিন ধরে তাপপ্রবাহ চলবে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।



@endif