COVID 19: সংক্রমণ ঠেকাতে মানতে হবে কোভিড বিধি, নয়া প্রজাতি নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর
কোভিডের সংক্রমণে রাশ টানতে করোনা বিধি মানতে হবে। দেশের মানুষ যাতে করোনা বিধি মানেন, সে বিষয়ে সব সময় প্রত্যেককে সচেতন থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।
দিল্লি, ১৩ জুলাই: দেশ জুড়ে ফের বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। কোভিড সংক্রমণের মাত্রা কমাতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে এবার এভাবেই সতর্কতা জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
উত্তর-পূর্বের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী (PM Moodi) নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী করোনা নিয়ে ফের সতর্কতা জারি করতে শুরু করেন। তিনি বলেন, একের পর এক নতুন নতুন প্রজাতির জেরে যেভাবে করোনা ফের থাবা বসাতে শুরু করেছে, সেদিকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। বিভিন্ন গবেষণার দিকেও নজর রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানি মডেলের রহস্যজনক মৃত্যু, গলায় ফাঁস দেখে দানা বাঁধছে সন্দেহ
পাশাপাশি কোভিডের(COVID 19) সংক্রমণে রাশ টানতে করোনা বিধি মানতে হবে। দেশের মানুষ যাতে করোনা বিধি মানেন, সে বিষয়ে সব সময় প্রত্যেককে সচেতন থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।
এদিকে ডেল্টার পর ডেল্টা প্লাস এবং ল্যামডা নিয়ে গোটা বিশ্বের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। ডেল্টা প্লাস এবং ল্যামডার জেরে কি এবার তৃতীয় ঢেউ ফের হানাদারি শুরু করবে, তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, ডেল্টা প্লাসের পর উত্তরপ্রদেশে করোনার নয়া প্রজাতি কাপ্পার সংক্রমণ চোখে পড়েছে।