রাহুল গান্ধী, ছবি এএনআই

দিল্লি, ১২ অগাস্ট: পেগাসাস (Pegasus) থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, একের পর এক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাহুল গান্ধীর সঙ্গে গলা মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় আরও ১৫টি বিরোধী দল। সংসদে সাধারণ মানুষের অধিকারকে ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে ১৫টি বিরোধী রাজনৈতিক দলের প্রধান মুখ হিসেবেও নিজেকে প্রকাশ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রাহুল অভিযোগ করেন, বিরোধীদের (Opposition) দাবি মানা হচ্ছে না সংসদে।  কথা বলতে দেওয়া হচ্ছে না কোনও ইস্যু নিয়ে।  ফলে দেশের ৬০ শতাংশ মানুষের গলার স্বরকে দাবিয়ে রাখা হচ্ছে। সংসদে তাঁদের কোনওভাবে মুখ খুলতে দেওয়া হচ্ছে না।  ফলে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে হাজির হচ্ছেন তাঁরা।  বিরোধীদের কথা বলতে না দেওয়ায়, ওই ঘটনা 'গণতন্ত্রের হত্যা' বলেও তোপ দাগেন রাহুল।

আরও পড়ুন: Tripura: 'ত্রিপুরায় গুন্ডারাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না', সরব তৃণমূল

এসবের পাশাপাশি রাহুল গান্ধী সহ ১৫টি বিরোধী দল আরও দাবি করেন, যত তাড়াতাড়ি সম্ভব কৃষি আইনকে প্রত্যাহার করা হোক।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Delhi: দিল্লির জনসভায় কেজরিকে জেল নিয়ে কটাক্ষ মোদীর, নমোকে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

Lok Sabha Elections 2024: রায়বারেলি, আমেথি থেকে হুগলি, লাদাখ- সোমবার পঞ্চম দফার ভোটে যে দশ আসনে নজর

Loksabha Election 2024: 'রায়বেরিলির মাটির সঙ্গে আমাদের পরিবারের শিকড় সংযুক্ত', রাহুল, প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে বললেন সোনিয়া গান্ধী

Loksabha Election 2024: 'পরমাণু বোমা রাখার মত অর্থ পাকিস্তানের কাছে নেই', মণিশঙ্কর আইয়ারের নাম না করে মন্তব্য মোদীর

Loksabha Election 2024: রায়বেরিলির মানুষ 'খটাখট' বাড়িতে পাঠিয়ে দেবেন, রাহুলকে তীব্র কটাক্ষ মোদীর

Loksabha Election 2024: 'এবার তৈরি হবে সীতা মন্দির', লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ

Lok Sabha Election 2024 Result Prediction by Phalodi Satta Bazar: গত লোকসভা নির্বাচনের চেয়ে কী বাড়বে বিজেপির আসন? নাকি পার হবেনা ৪০০! ফলোদি-র বাজি বাজার কী বলছে ?

Mallikarjun Kharge: হায়দরাবাদে মহিলা ভোটারদের বোরখা তুলে পরিচয় নিয়েছে বিজেপি প্রার্থী! লোকসভা নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ খাড়গের