Rahul Gandhi: 'সম্ভলে কী হয়েছে, দেখতে চেয়েছিলাম', রাহুলের পথ আটকানোয় যোগীর পুলিশের বিরুদ্ধে তোপ সাংসদের

রাহুল গান্ধী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এটাই 'নতুন ভারত'। যেখানে আম্বেদকরের গণতন্ত্রকে পাত্তা দেওয়া হয় না। এর বিরুদ্ধে তাঁরা লড়াই করবেন বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

Rahul Gandhi In Ghazipur (Photo Credit: X)

দিল্লি, ৪ ডিসেম্বর: বুধবার সম্ভলে (Sambhal) যেতে দেওয়া হয়নি রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। সংঘর্ষ-প্রবণ সম্ভলে রাহুল, প্রিয়াঙ্কা-সহ কংগ্রেস নেতৃত্ব প্রবেশ করতে চাইলে গাজ়িপুর (Ghazipur) সীমান্তে তাঁদের আটকানো হয়। রাহুল, প্রিয়াঙ্কাকে গাজ়িপুরে আটকানো হলে, তা নিয়ে মুখ খোলেন রায়বেরিলির সাংসদ। রাহুল গান্ধী বলেন, 'আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পুলিশ সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। লোকসভার বিরোধী দলনেতা হওয়ায়, এটা আমার অধিকার। কিন্তু পুলিশ আমায় সম্ভলে যেতে দেয়নি। সম্ভলে আমি একা যেতেও চেয়েছিলাম। পুলিশকে সঙ্গে নিয়েই যাওয়ার জন্য তৈরি ছিলাম। তা সত্ত্বেও পুলিশ আমায় সেখানে  যেতে দেয়নি। সসম্ভলে কী হয়েছে,মানুষ কেমন আছেন, তা শুধু দেখতে চেয়েছিলাম। সম্ভলে আদতে কী ঘটনা ঘটে, তা সাধারণ মানুষের কাছ থেকে জানতে চেয়েছিলাম।'

আরও পড়ুন: Violence-Hit Sambhal: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সম্ভলে প্রবেশে বাধা রাহুল-প্রিয়াঙ্কাকে, কংগ্রেস নেতৃত্বের পথ গাজ়িপুরে আটকাল পুলিশ

এরপরই রাহুল গান্ধী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এটাই 'নতুন ভারত'। যেখানে আম্বেদকরের গণতন্ত্রকে পাত্তা দেওয়া হয় না। এর বিরুদ্ধে তাঁরা লড়াই করবেন বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও বিষয়টি নিয়ে সরব হন। তিনি বলেন, লোকসভার বিরোধী দলেনতা হওয়য়ায়, রাহুল গান্ধীকে সম্ভলে যেতে দেওয়া উচিত। তবে রাহুল, প্রিয়াঙ্কা বিষয়টি নিয়ে সরব হলেও, গাজ়িপুর সীমান্ত থেকে উত্তরপ্রদেশ পুলিশ কংগ্রেস নেতৃত্বকে কোনওভাবে সম্ভলে প্রবেশ করতে দেয়নি।



@endif