Submariner Vice Admiral Srikant Died: কোভিডের কাঁটা, প্রয়াত ভারতীয় নৌসেনার প্রবীণতম সাবমেরিনার ভাইস অ্যাডমিরাল শ্রীকান্ত

কোভিড জটিলতায় প্রয়াত দেশের প্রবীণতম সাবমেরিয়ান ভাইস অ্যাডমিরাল শ্রীকান্ত (Vice Admiral Srikant)। সোমবার রাতে দিল্লিতে তাঁর জীবনাবসান হয়। নিউক্লিয়ার সেফটির ইন্সপেক্টর জেনারেলের পাশাপাশি এক সময় তিনি প্রজেক্ট সিবোর্ডের ডিরেক্টর জেনারেলও ছিলেন। চলতি মাসের শুরুতেই ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেছিলেন, মহামারী করোনাভাইরাস ও প্রকৃত নিয়্ন্ত্রণরেখায় তিনের আগ্রাসন এই দুই চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

ভাইস অ্যাডমিরাল শ্রীকান্ত (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর: কোভিড জটিলতায় প্রয়াত দেশের প্রবীণতম সাবমেরিয়ান ভাইস অ্যাডমিরাল শ্রীকান্ত (Vice Admiral Srikant)। সোমবার রাতে দিল্লিতে তাঁর জীবনাবসান হয়। নিউক্লিয়ার সেফটির ইন্সপেক্টর জেনারেলের পাশাপাশি এক সময় তিনি প্রজেক্ট সিবোর্ডের ডিরেক্টর জেনারেলও ছিলেন। চলতি মাসের শুরুতেই ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেছিলেন, মহামারী করোনাভাইরাস ও প্রকৃত নিয়্ন্ত্রণরেখায় তিনের আগ্রাসন এই দুই চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনী। আরও পড়ুন- No Winter Session 2020 of Parliament: জানুয়ারির বাজেট অধিবেশনের আগে খুলবে না সংসদ, কিন্তু কেন?

Navy's seniormost submariner Vice Admiral Srikant passed away due to COVID19 related complications in Delhi last night. He was Director-General of Project Seabird & had earlier held appointments of Inspector General Nuclear Safety & Commandant of NDC: Indian Navy officials pic.twitter.com/L18athKWYv

— ANI (@ANI) December 15, 2020

অন্যদিকে ২২ হাজার ৬৫ জন নতুন কোভিড রোগীকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 tally) ছাড়িয়ে গেল ৯৯ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৯৯ লাখ ৬ হাজার ১৬৫। এর মধ্যে অ্যাকটিভ কেস ৩ লাখ ৩৯ হাজার ৮২০টি। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ২২ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৪ হাজার ৪৭৭ জন। সোমবার দেশে করোনার বলি ৩৫৪ জন। সবমিলিয়ে ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৩ হাজার ৭০৯ জন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement