Vikas Dubey Encounter: 'অপরাধীকে যারা বাঁচানোর চেষ্টা করলেন তাদের কী হবে?', বিকাশ দুবে এনকাউন্টার প্রসঙ্গে যোগী সরকারকে প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর
সকাল সকাল পুলিশের এনকাউন্টারে খতম গ্যাংস্টার বিকাশ দুবে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ এসটিএফ-এর টিম মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার বিকাশ দুবেকে নিয়ে যখন ফিরছিল। তখনই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। সেই সুযোগে পালাবার তাল করেছিল কানপুরের আট জন পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত। তবে এবার আর এসটিএফ কালবিলম্ব করেনি। এনকাউন্টার শুরু হলে পুলিশের গুলিতেই লুটিয়ে পড়ে গ্যাংস্টার বিকাশ দুবে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
নতুন দিল্লি, ১০ জুলাই: সকাল সকাল পুলিশের এনকাউন্টারে (Police Encounter) খতম গ্যাংস্টার বিকাশ দুবে (Vikash Dubey)। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ এসটিএফ-এর টিম মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার বিকাশ দুবেকে নিয়ে যখন ফিরছিল। তখনই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। সেই সুযোগে পালাবার তাল করেছিল কানপুরের আট জন পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত। তবে এবার আর এসটিএফ কালবিলম্ব করেনি। এনকাউন্টার শুরু হলে পুলিশের গুলিতেই লুটিয়ে পড়ে গ্যাংস্টার বিকাশ দুবে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
তবে বিকাশ দুবের এনকাউন্টারের পর বিরোধী মহল থেকে নানা প্রশ্ন উঠে আসে। যোগী সরকারকে প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (Priyanka Gandhi Vadra) টুইটে প্রশ্ন করেন, "অপরাধী তো শেষ, এবার তার অপরাধ ও অপরাধীকে যারা সহযোগিতা করছিল তাদের কী হবে?" স্বাভাবিকভাবেই প্রশ্ন নিয়ে পারদ আরও চড়েছে। যোগী সরকারকে কাঠগড়ায় দাড় করাচ্ছেন বিরোধীরা। আরও পড়ুন, গোপন কুকীর্তি ঢাকতেই বিকাশ দুবের এনকাউন্টার, যোগী সরকারকে টুইটারে তোপ অখিলেশ যাদবের
পাশাপাশি এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই যোগী সরকারকে একহাত নিতে ছাড়েননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। একই সঙ্গে যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করে টুইট বার্তায় অখিলেশ যাদব লিখেছেন, “আসলে গাড়ি উল্টে দুর্ঘটনা নয়। উত্তরপ্রদেশ সরকার নিজেদের কুকীর্তি গোপন রাখতে দুর্ঘটনা ঘটিয়েছে। সরকারের গোপন কর্মকাণ্ড ফাংস হয়ে গেলে জনমানসে ভাবমূর্তি নষ্ট হবে, তা চায় না যোগী সরকার।” এই প্রসঙ্গে যোগী সরকারকে একহাত নিয়েছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)