Shashi Tharoor On Vinayak Damodar Savarkar: বিনায়ক দামোদর সাভারকর দেশ ভাগ তত্ত্বের প্রথম প্রবক্তাদের মধ্যে একজন: শশী থারুর
বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) দেশ ভাগ তত্ত্বের প্রথম প্রবক্তাদের মধ্যে ছিলেন। যার কারণে ভারত ভেঙে পাকিস্তান গঠন হয়েছিল। আজ এই দাবি করলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। তাঁর আরও দাবি, লাহোরে (Lahore) পাকিস্তান (Pakistan) গঠনের প্রস্তাবনা পাস হওয়ার আগেই সাভারকর হিন্দু ও মুসলমান ভাগ করেছিলেন। তিরুবনন্তপুরমের সাংসদ থারুর বলেন, "দেশ ভাগ তত্ত্বের প্রথম উকিল প্রকৃতপক্ষে সাভারকর ছিলেন। হিন্দু মহাসভার (Hindu Mahasabha) প্রধান হিসাবে তিনি ভারতকে হিন্দুদের দেশ বলেছিলেন ও মুসলমানদের জন্য দুটি পৃথক দেশ গঠনের আহ্বান জানিয়েছিলেন। লাহোরে মুসলিম লীগ পাকিস্তান গঠনের প্রস্তাবনা পাস করার তিন বছর আগেই এই আহ্বান জানান সাভারকর।"
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar) দেশ ভাগ তত্ত্বের (two-nation theory) প্রথম প্রবক্তাদের মধ্যে ছিলেন। যার কারণে ভারত ভেঙে পাকিস্তান গঠন হয়েছিল। আজ এই দাবি করলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। তাঁর আরও দাবি, লাহোরে (Lahore) পাকিস্তান (Pakistan) গঠনের প্রস্তাবনা পাস হওয়ার আগেই সাভারকর হিন্দু ও মুসলমান ভাগ করেছিলেন। তিরুবনন্তপুরমের সাংসদ থারুর বলেন, "দেশ ভাগ তত্ত্বের প্রথম উকিল প্রকৃতপক্ষে সাভারকর ছিলেন। হিন্দু মহাসভার (Hindu Mahasabha) প্রধান হিসাবে তিনি ভারতকে হিন্দুদের দেশ বলেছিলেন ও মুসলমানদের জন্য দুটি পৃথক দেশ গঠনের আহ্বান জানিয়েছিলেন। লাহোরে মুসলিম লীগ পাকিস্তান গঠনের প্রস্তাবনা পাস করার তিন বছর আগেই এই আহ্বান জানান সাভারকর।"
১৯৪০ সালে লাহোরে মুহাম্মদ আলি জিন্নার সভাপতিত্বে মুসলিম লীগ 'পাকিস্তান রেজোলিউশন' পাস করেছিল। এই দলটি শেষ পর্যন্ত ভারতীয় মুসলমানদের জন্য পৃথক দেশের দাবিতে আলোচনা করে চলেছিল, যা কবি-রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল ১৯৩১ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে প্রথম প্রস্তাব দিয়েছিলেন। হিন্দু মহাসভার প্রয়াত নেতা সাভারকর দুই দেশ গঠনের তত্ত্বকে সমর্থন করেছিল বলে অভিযোগ করেছিল কংগ্রেস। এই কারণেই ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পরে অবিভক্ত ভারতকে দুটি দেশে ভাগ করা হয়েছিল। মৃত্যুর প্রায় পাঁচ দশক পরেও সাভারকর ভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন। তবে স্বাধীনতা আন্দোলন ও তার পরের ধাপে সাভারকরের ভূমিকা আজও আলোচনার বিষয়। আরও পড়ুন: Jammu and Kashmir: ছ'মাস পর আজ থেকে কাশ্মীরে চালু হল ২জি ইন্টারনেট পরিষেবা
বিজেপি এবং শিবসেনা উভয়ই সাভারকরের আদর্শের অনুগামী বলে দাবি করে। মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে জোট করে শিবসেনা সরকার গঠন করার পর থেকেই তারা একে অপরকে আক্রমণ করে চলেছে। বিজেপি-র অভিযোগ, অ-হিন্দুত্ববাদী দলগুলি- কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট করে সরকার গড়ায় সাভারকরের নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শিবসেনা