Wolf Terror In Uttar Pradesh: হঠাৎ হামলা চালাচ্ছে নেকড়ের দল, বাড়ছে আতঙ্ক, ড্রোনের নজরদারিতেও হদিশ মিলছে না 'মানুষখেকোদের'

বাহরিচে দিনরাত যেমন তল্লাশি শুরু করেছেন বন কর্মীরা, তেমনি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। ধান ক্ষেত, পাট ক্ষেত পার করে কোথায় কীভাবে দল বেধে গ্রামে প্রবেশ করে নেকড়ের দল হামলা চালাচ্ছে, তা নিয়ে ধ্বন্দে মানুষ।

Wolf Attack in Bahraich (Photo Credit: X)

দিল্লি, ১৩ সেপ্টেম্বর: নেকড়ে (Wolf) আতঙ্ক যেন কটছেই না উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এবার বাহরিচের (Bahraich) মাহসি এলাকায় নেকড়ের হামলায় আহত এক মহিলা। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাহরিচের মাহসি এলাকায় কোথায় নেকড়ের দল ঘুরে বেড়াচ্ছে, সে বিষয়ে জোর তল্লাশি শুরু করেছেন বন কর্মীরা। তবে এখনও কতগুলি নেকড়ে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সে বিষয়ে এখনও কিছু বলতে পারছেন না বন কর্মীরা।

দেখুন ওই মহিলা কীভাবে আক্রান্ত হন নেকড়ের হামলায়...

 

এদিকে বাহরিচে দিনরাত যেমন তল্লাশি শুরু করেছেন বন কর্মীরা, তেমনি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। ধান ক্ষেত, পাট ক্ষেত পার করে কোথায় কীভাবে দল বেধে গ্রামে প্রবেশ করে নেকড়ের দল হামলা চালাচ্ছে, তা নিয়ে ধ্বন্দে মানুষ। ফলে কোনওভাবেই নেকড়ের দলকে পাকড়াও করতে পারছেন না বন কর্মীরা। যার জেরে আতঙ্ক ক্রমশ বাড়ছে বাহরিচে।

নেকড়ের দলকে খুঁজতে চলছে ড্রোনের নজরদারি...

 

আরও পড়ুন: Uttar Pradesh Wolf Attack:নেকড়ের তাণ্ডব অব্যাহত উত্তরপ্রদেশে!বাহরাইচে-র মাহাসি গ্রামে আক্রান্ত দুই মহিলা

এর আগে বেশ কয়েকটি নেকড়েকে পাকড়াও করা হয় বাহরিচের মাহসি এলাকা থেকে। তারপরও ওই এলাকায় আরও কত নেকড়ে লুকিয়ে রয়েছে, তা খুঁজতে টানা ড্রোনের নজরদারি চলছে গোটা এলাকায়।