Uttar Pradesh Tragedy: শেষকৃত্য করতে গিয়ে শ্মশানের দেওয়াল ভেঙে মৃত্যু ১৭ জন শ্মশানযাত্রীর, আটকে বহু

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি শ্মশানে দেওয়াল ভেঙে মৃত্যু ১৭ জনের, এখনও আটকে বহু। মুরাদনগর জেলার ঘটনা। খবর অনুযায়ী, শেষকৃত্য চলার সময় একাধিক শ্মশানযাত্রীরা সেখানে ভিড় করেছিলেন। আচমকাই শ্মশানের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রায় ৫০ জনের মত সেখানে উপস্থিত ছিলেন।

শেষকৃত্য করতে গিয়ে ভাঙল শ্মশানের দেওয়াল (Photo Credits: ANI/ Representational Image)

গাজিয়াবাদ, ৩ জানুয়ারি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) একটি শ্মশানে দেওয়াল ভেঙে মৃত্যু ১৭ জনের, এখনও আটকে বহু। মুরাদনগর জেলার ঘটনা। খবর অনুযায়ী, শেষকৃত্য চলার সময় একাধিক শ্মশানযাত্রীরা সেখানে ভিড় করেছিলেন। আচমকাই শ্মশানের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রায় ৫০ জনের মত সেখানে উপস্থিত ছিলেন।

৩৮ জনকে উদ্ধার করা গেছে, যাদের মধ্যে ১৭ জন মৃত বলে জানা গেছে। উদ্ধারকাজ চলছে। এখনও অনেকেই আটকে রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরেই স্থানীয় সিনিয়র পুলিশ এসে পৌঁছয়। আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি উদ্ধারকাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আরও পড়ুন, Covishield ও Covaxin ব্যবহারে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া

তিনি আরও বলেন, ঘটনার বিবরণ বিস্তারিভাবে জানাতে। উদ্ধারকাজের জন্য সমস্তরকম সাহায্য করা হবে।



@endif