Infant Taken Away By Leopard: ৬ মাসের শিশুকে তুলে নিয়ে গেল চিতবাঘ! চাঞ্চল্য উত্তরপ্রদেশের বিজনৌরে

৬ মাসের শিশুকে (Infant) তুলে নিয়ে গেল চিতবাঘ (Leopard)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের (Bijnor) নুরপুর আরব গ্রামে। জানা গিয়েছে, রাতে মায়ের কাছে শিশুটি শুয়ে ছিল। সকালে মা ফিরোজা সকালে ঘুম থেকে উঠে সন্তানকে খুঁজে পাননি।

Representational Image ( Photo Credit: Pixabay)

বিজনৌর, ৭ অগাস্ট: ৬ মাসের শিশুকে (Infant) তুলে নিয়ে গেল চিতবাঘ (Leopard)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের (Bijnor) নুরপুর আরব গ্রামে। জানা গিয়েছে, রাতে মায়ের কাছে শিশুটি শুয়ে ছিল। সকালে মা ফিরোজা সকালে ঘুম থেকে উঠে সন্তানকে খুঁজে পাননি।

নজিবাবাদের বন বিভাগের কর্তা মনোজ শুক্লা বলেন, "পায়ের চিহ্ন এবং রক্তের ফোঁটা দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি চিতাবাঘ ও তার শাবক শিশুটিকে টেনে নিয়ে গিয়েছে। আমরা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছি, কিন্তু এখনও শিশুটির সন্ধান করতে পারিনি।" আরও পড়ুন: Akasa Air Commences Operations: আজ থেকে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু করল আকাশা এয়ার

কয়েকদিন আগেই গুজরাতের পঞ্চমহল জেলার গোঘম্বা তালুকের ভাভকুন্ডলি গ্রামে একটি চিতাবাঘ মায়ের কোল থেকে তাঁর আট মাসের শিশুকে টেনে নিয়ে গিয়েছিল। পরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।