Uttar Pradesh Shocker: টিভি দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ উত্তরপ্রদেশে, কান্না শুনে উদ্ধার নির্যাতিতা
বুলন্দশহরে রাস্তার উপর খেলার সময় বছর ছয়ের ওই কিশোরীকে টিভি দেখানোর নাম করে সেখান থেকে নিয়ে যায় তার প্রতিবেশী। এরপর ঘরে আটকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
দিল্লি, ১৩ জুলাই: টিভি দেখানোর নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, টিভি দেখানোর নাম করে যে নাবালিকাকে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়, তার বয়স মাত্র ৬।
জানা যাচ্ছে, বুলন্দশহরে রাস্তার উপর খেলার সময় বছর ছয়ের ওই কিশোরীকে টিভি দেখানোর নাম করে সেখান থেকে নিয়ে যায় তার প্রতিবেশী। এরপর ঘরে আটকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অত্যাচারের জেরে বছর ছয়ের ওই নাবালিকা চিৎকার শুরু করলে, আশপাশের লোক সেখানে জড়ো হয়ে যায় এবং তাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ওই নাবালিকাকে উদ্ধার করে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Ashok Stambh: নয়া অশোক স্তম্ভে ঠিক করা হোক সিংহের মুখ, দাবি তৃণমূেলর বাবুলের
স্থানীয়রাই এরপরই অভিযুক্ত রবি নামের ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।