Man Burns Wife: নৃশংস! পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে স্ত্রীকে জ্যান্ত পোড়াল ব্যক্তি

পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিল এক ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার গোটিয়া গ্রামে। মৃত মহিলার নাম অঞ্জলি বলে জানা গেছে।

প্রতীকী ছবি

বরেলি: পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিল এক ব্যক্তি (Man Burns Wife)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি (Bareilly) জেলার গোটিয়া গ্রামে (Gotiya village)। মৃত মহিলার নাম অঞ্জলি বলে জানা গেছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নেপাল সিং-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বরেলির গোটিয়া গ্রামে অঞ্জলি নামে এক মহিলাকে তার স্বামী অন্য পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় (intimate state) দেখতে পেয়ে তাঁকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ। গ্রামের কাছে একটি মাঠে তাঁর পোড়া লাশ পাওয়া যায়। অভিযুক্ত স্বামী অপরাধ স্বীকার করেছে। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকায় তাঁকে হত্যা করার কথা স্বীকার করেছে সে। অঞ্জলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে তাঁর সঙ্গে থাকা লোকটির কোনও খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: Imphal Airport: ইম্ফলের আকাশসীমায় অজানা ড্রোনের হানা, তড়িঘড়ি বন্ধ বিমানবন্দরের সমস্ত পরিষেবা



@endif