Bomb Blast Threat In Kanpur School: বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, ভয়ে কাঁপছে ১০টি স্কুল

কানপুরের ১০টি স্কুলে কে বা কারা হুমকি ইমেল পাঠায়, সে বিষয়ে খোঁজ শুরু হয়। জানা যায়, রাশিয়ার বেশ কয়েকটি সার্ভারের মাধ্যমে কানপুরের স্কুলগুলিতে হুমকি ইমেল পাঠানো হয়।

School students. (Credits: PTI | Representational Image)

কানপুর, ১৫ মে: এবার কানপুরের (Kanpur) পরপর ১০টি স্কুলকে হুমকি দেওয়া হল। বুধবার ইমেলের মাধ্যমে কানপুরের পরপর ১০টি স্কুলকে বিস্ফোরণের হুমকি দেওয়া হয় বলে জানা যায়। যে খবর ছড়াতেই তা নিয়ে চাঞ্চল্য দানা বাঁধতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কানপুরের ১০টি স্কুলে কে বা কারা হুমকি ইমেল পাঠায়, সে বিষয়ে খোঁজ শুরু হয়। জানা যায়, রাশিয়ার বেশ কয়েকটি সার্ভারের মাধ্যমে কানপুরের স্কুলগুলিতে হুমকি ইমেল পাঠানো হয়।

আরও পড়ুন: Delhi: দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের হুমকি! পড়ুয়াদের বের করে চলছে জোর তল্লাশি, কড়া নজরদারি প্রশাসনের

মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) বেশ কয়েকটি স্কুলকে হুমকি ইমেল পাঠানো হয়। বেঙ্গালুরুর ওই স্কুলগুলিতে বিস্ফোরণ হবে বলে দেওয়া হয় হুমকি। প্রথমে দিল্লি, পরে বেঙ্গালুরু আর এবার কানপুর। দেশের একাধিক শহরের বিভিন্ন স্কুলকে কেন এভাবে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হচ্ছে, সে বিষয়ে চলছে জোর তদন্ত।