IPL Auction 2025 Live

Uttar Pradesh: প্রেমিকার জন্য ধর্ম বদল, উর্দু বলতে না পারায় বিয়ে বাতিল, উত্তরপ্রদেশে শ্রীঘরে যুবক

বেশ কয়েকটি উর্দু শব্দে আটকে যাওয়ায় বরের পরিচয় নিয়ে সন্দেহ হয় কনের বাড়ির লোকের। এরপরই চেপে ধরা হয় বিয়ে করতে আসা ওই ব্যক্তিকে।

প্রতীকি ছবি

মহারাজাগঞ্জ, ১৫ জুন: বিয়ে করতে এসে উর্দু (Urdu) বলতে পারছিলেন না ভালভাবে। বেশ কয়েকটি উর্দু শব্দে আটকে যাওয়ায় বরের পরিচয় নিয়ে সন্দেহ হয় কনের বাড়ির লোকের। এরপরই চেপে ধরা হয় বিয়ে (Wedding) করতে আসা ওই ব্যক্তিকে। খুঁটিয়ে দেখা হয় তাঁর প্যান কার্ড সহ পরিচয় পত্র। এরপরই জানা যায়, বিয়ে করতে আসা পাত্র মুসলিম নন। বরের পরিচয় পেয়ে, পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ (Police) হাজির হয়ে তাঁদের গ্রেফতার করে।

ঘটনাস্থল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ধৃত বর-কনেকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে, মহারাজাগঞ্জের ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থনগর এলাকার এক যুবক। প্রেমিকা মুসলিম হওয়ায়, তাঁকে সংশ্লিষ্ট ধর্ম অনুযায়ী বিয়ে করতে হবে বলে দাবি করেন ওই তরুণী।

আরও পড়ুন: Nusrat Jahan: গর্ভ নিরোধকের বিজ্ঞাপন, অশ্লীল কটূক্তির মুখে নুসরত জাহান

এরপর সিদ্ধার্থ নগরের ওই ব্যক্তি মুসলিম সেজে, উর্দু শব্দের উচ্চারণ শিখে বিয়ের পিঁড়িতে হজির হন কিন্তু বাধ সাধে তাঁর উচ্চারণ ভঙ্গি। উর্দু ভালভাবে বলতে না পারায়, কনের বাড়ির লোকের সন্দেহ হওয়ায়, পুলিশ ডেকে ওই যুবককে ধরিয়ে দেন তাঁরা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।