Uttar Pradesh: গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই দাবিতে পরিবারকে নিয়ে জলট্যাঙ্কে চড়লেন ব্যক্তি; দেখুন ভিডিয়ো

পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জলট্যাঙ্কের উপরে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছেন এক ব্যক্তি। দাবি একদল গুন্ডার (Goons) বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ওই গুন্ডারা তাঁর সম্পত্তি দখলের চেষ্টা করেছিল এবং তাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদই (Hardoi) এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি পেশায় আইনজীবী।

পরিবারকে নিয়ে জলট্যাঙ্কে চড়লেন ব্যক্তি (Photo Credits: ANI)

প্রয়াগরাজ, ৮ নভেম্বর: পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জলট্যাঙ্কের উপরে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছেন এক ব্যক্তি। দাবি একদল গুন্ডার (Goons) বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ওই গুন্ডারা তাঁর সম্পত্তি দখলের চেষ্টা করেছিল এবং তাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদই (Hardoi) এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি পেশায় আইনজীবী।

বিজয় প্রতাপ জানিয়েছেন, গুন্ডারা তাঁর ভাইকে অপহরণ করেছে ও পরিবারকে হুমকি দিচ্ছে। তাঁর আরও অভিযোগ, স্থানীয় পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তাই এই বিষয়ে তিনি সিবিআই তদন্ত দাবি করেছেন। বিজয় প্রতাপ সিং বলেছেন, দাবি পূরণ না হলে তাঁরা নীচে নামবেন না। আরও পড়ুন: Juice Shop Encroaches ATM Centre In Amravati: এটিএমে চলছে ফলের রসের দোকান! আজব ছবি অমরাবতীতে

পরিবারের দাবি, স্থানীয় গুন্ডাদের নিগ্রহের কারণে তাঁদের গ্রাম ছাড়তে হয়েছিল। এখন ওই ট্যাঙ্কের সামনে প্রচুর লোক ভিড় করেছেন। পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।