IPL Auction 2025 Live

Uttar Pradesh: কম বৃষ্টি কেন? ইন্দ্রদেবের বিরুদ্ধে তহশিলদারের কাছে 'অভিযোগ' কৃষকের

রিপোর্টে প্রকাশ, গত ১৬ জুলাই ইন্দ্রদেবের বিরুদ্ধে অভিযোগ করেন সুমিত কুমার যাদব নামে এক কৃষক। সুমিত কুমারের ওই অভিযোগের কপি তহশিলদার জেলাশাসকের কাছে পাঠিয়ে দেন।

Photo Credit_Twitter

এলাহাবাদ, ১৮ জুলাই: একেবারে কম বৃষ্টি (Rain) হচ্ছে। বৃষ্টি কেন কম হচ্ছে, এমন 'অভিযোগে' ইন্দ্রদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তরপ্রদেশের এক কৃষক। প্রসঙ্গত হিন্দু ধর্মে ইন্দ্রকেই বৃষ্টির দেবতা রূপে পুজো করা হয়।

রিপোর্টে প্রকাশ, গত ১৬ জুলাই ইন্দ্রদেবের বিরুদ্ধে অভিযোগ করেন সুমিত কুমার যাদব নামে এক কৃষক। সুমিত কুমারের ওই অভিযোগের কপি তহশিলদার জেলাশাসকের কাছে পাঠিয়ে দেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডা (Gonda) জেলায় কেন কম বৃষ্টি হচ্ছে, সেই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেন সুমিত কুমার নামে এই কৃষক। বৃষ্টি কম হওয়ায় সেই প্রভাব যেমন চাষবাসের উপর পড়ছে, তেমনি গবাদি পশুর উপরও প্রভাব বিদ্যমান বলে অভিযোগ করেন উত্তরপ্রদেশের ওই কৃষক।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে ধ্বংস করছে বিজেপি', জিএসটি বৃদ্ধিতে তোপ রাহুলের

এলাকার নারী এবং শিশুদের উপরও কম বৃষ্টির প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন সুমিত কুমার নামে গোন্ডার ওই বাসিন্দা।