Uttar Pradesh: তরুণীর সঙ্গে সম্পর্ক, দলিত যুবককে নৃশংসভাবে মারধর কানপুরে

তরুণীর সঙ্গে ওই দলিত যুবক দেখা করতে আসার পরপরই তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। এরপর কখনও চুলের মুঠি ধরে তাঁকে মারধর করা হয়।

প্রতীকি ছবি, ট্যুইটার থেকে নেওয়া ছবি

কানপুর, ১০ জুলাই: দলিত যুবককে নৃশংসভাবে মারধরের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রিপোর্টে প্রকাশ, পেশায় রংয়ের মিস্ত্রি ওই যুবকের সঙ্গে কানপুরের আকবরপুর এলাকার এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। বছর কুড়ির ওই তরুণী সম্প্রতি ওই যুবককে (Dalit Man) দেখা করতে বললে, তা টের পেয়ে যায় গ্রামের স্থানীয় মুরুব্বিরা।

তরুণীর সঙ্গে ওই দলিত যুবক দেখা করতে আসার পরপরই তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। এরপর কখনও চুলের মুঠি ধরে তাঁকে মারধর করা হয়। আবার কখনও হাত, পা মুড়ে মারধর করা হয় ওই যুবককে। যে ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দলিত যুবকের উপর কেন ওইভাবে অত্যাচার করা হল, তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন:  Uttarakhand: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, কোভিডের তোয়াক্কা না করেই হরিদ্বারে মানুষের ঢল

তবে পুলিশ (Police) সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কাজ শেষ করেছে। কোনওভাবেই অপরাধীদের রেয়াত করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।