Yogi Adityanath: বিক্ষোভকারীরা ভীত, তাদের কাঁদিয়ে ছাড়বেন টুইটে হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh) বিক্ষোভ হয়েছিল। উত্তরপ্রদেশ প্রায় ৪৯৮ জন বিক্ষোভকারীকে চিহ্নিত করেছে, যারা সর্বসাধারণের ও সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। তাদের কড়া দাওয়াই দিতে কঠোর যোগী সরকার। উঠেপড়ে তাদের শাস্তি দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। যারা সম্পত্তি নষ্ট করেছেন সকলের সম্পত্তি অধিগ্রহণ করার হুমকি দিয়ে তা শুরুও করে দিয়েছে তারা। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রতিজ্ঞা করে বিক্ষিভকারীদের কঠোর শাস্তি দেবেন। তা আগেই জানিয়েছিলেন, এবার এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি।
লখনউ, ২৮ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh) বিক্ষোভ হয়। উত্তরপ্রদেশ প্রায় ৪৯৮ জন বিক্ষোভকারীকে চিহ্নিত করে, যারা সর্বসাধারণের ও সরকারি সম্পত্তি নষ্ট করে। তাদের কড়া দাওয়াই দিতে কঠোর যোগী সরকার। উঠেপড়ে তাদের শাস্তি দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। যারা সম্পত্তি নষ্ট করেছেন সকলের সম্পত্তি অধিগ্রহণ করার হুমকি দিয়ে তা শুরুও করে দিয়েছে তারা। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রতিজ্ঞা করেন বিক্ষিভকারীদের কঠোর শাস্তি দেবেন। তা আগেই জানিয়েছিলেন, এবার এই প্রসঙ্গে একটি টুইট করেন তিনি।
যোগী আদিত্যনাথ অফিসিয়াল (CMO) টুইট (Tweet) থেকে লেখা হয়,"সব দাঙ্গাবাজরা ভীত। যারা উত্তেজনা সৃষ্টি করেছিল তারা সকলে স্তম্ভিত। সরকারের চোখ রাঙানিতে সকলে বোবা হয়ে গেছে। যারা বিক্ষোভের দিন সম্পত্তির ক্ষতি করেছে সকলকে ফল ভোগ করতে হবে। সকল বিক্ষোভকারীরা এবার কাঁদবে, কারণ সেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী।"
আরও পড়ুন, আইন পাসের তৃতীয় সপ্তাহেও প্রতিবাদ মিছিল, আঁটো সাঁটো নিরাপত্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ
উত্তরপ্রদেশে বিক্ষোভের কারণে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। তবে উত্তরপ্রদেশের পুলিশের দাবি তারা পুলিশের গুলিতে মারা যায়নি। নিজেদের বিক্ষোভের মধ্যে পড়েই মারা গেছেন। এখনও পর্যন্ত অশান্ত যোগী রাজ্য। বন্ধ ইন্টারনেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। আঁটো সাঁটো নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। সিএমও-র তরফ থেকে জানানো হয়েছে, সরকার এমন ব্যবস্থা নেবে যাতে বিক্ষোভকারীরা দ্বিতীয়বার বিক্ষোভ করতে দশবার ভাববে।