Uttar Pradesh: রামমন্দির উদ্বোধনের দিন স্কুল ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, মদের দোকান বন্ধের নির্দেশ
আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন উত্তরপ্রদেশের স্কুল-কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
লখনৌ, ৯ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন উত্তরপ্রদেশের স্কুল-কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সেদিন রামমন্দিরে 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানের কারণে রাজ্যের সব মদের দোকানও বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেদিন ইউপি-তে 'ড্রাই ডে'ঘোষণা করা হয়েছে। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি রামমন্দির উদ্বোধনের দিন ইউপিতে সরকারী অফিসেও হাজিরার কড়াকড়ি থাকছে না বলে জানা গিয়েছে। সেদিন যোগী প্রশাসনের প্রায় সবাই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আয়োজন, নিরাপত্তা সহ নানা বিষয়ে ব্যস্ত থাকবেন। উদ্বোধনের আগের দিন থেকেই অযোধ্যায় সাংবাদিক, আমন্ত্রিত, কর্তব্যরত আধিকারীকদের ছাড়া বাকি আর কেউ ঢুকতে পারবেন না।
অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। সেদিন অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রের গুণীজন,বিশিষ্টরা সেদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় থাকবেন। ভগবান রামের অসুবিধার কথা মাথায় রেখে আগামী ২২ জানুয়ারি সাধারণ মানুষদের অযোধ্যায় রামমন্দিরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রামমন্দিরের উদ্বোধনের জন্য ঘরে বসে সবাইকে প্রদীপ জ্বালানোর অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে নক্ষত্র পতন, জীবনাবসান হল পদ্ম বিভূষণ উস্তাদ রশিদ খানের
দেখুন খবরটি
আগামী ২২ জানুয়ারি রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার যেসব ধর্মীয় তথা বৈদিক আচার রয়েছে তা পালন করবেন প্রধানমন্ত্রী মোদী। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের সময় পুজো হবে দেশের ৫ লক্ষ মন্দিরে।