UP Man With Coronavirus Symptoms Commits Suicide: উত্তরপ্রদেশে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তির আত্মহত্যা

দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু। আর এর মধ্যেই হাসপাতালে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি আত্মহত্যা (Suicide) করলেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি (Shamli) জেলার ঘটনা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শামলির জেলাশাসক জসজিৎ কৌর বলেন, "শামলি জেলার একটি হাসপাতালের কোয়ারান্টাইন ওয়ার্ডে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষন (Coronavirus Symptoms) দেখা গেছিল। যদিও রিপোর্ট এখনও আসেনি। তদন্ত চলছে।"

(Photo Credits: PTI)

শামলি, ২ এপ্রিল: দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু। আর এর মধ্যেই হাসপাতালে কোয়ারান্টাইনে থাকা এক ব্যক্তি আত্মহত্যা (Suicide) করলেন। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি (Shamli) জেলার ঘটনা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শামলির জেলাশাসক জসজিৎ কৌর বলেন, "শামলি জেলার একটি হাসপাতালের কোয়ারান্টাইন ওয়ার্ডে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের লক্ষন (Coronavirus Symptoms) দেখা গেছিল। যদিও রিপোর্ট এখনও আসেনি। তদন্ত চলছে।"

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৫। গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে এই মারণ ভাইরাসর উপস্থিতি মিলেছে। ভারতে এখনও পর্যন্ত ৫০ জন মৃত্যু হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি। মহারাষ্ট্র ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিখ ভক্তিগীতি গায়ক নির্মল সিং। বিদেশ যাত্রার রেকর্ড ছিল তাঁর। বুধবার সন্ধ্যে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটের সময় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। আরও পড়ুন: Sai Hospital Completely Sealed: করোনা রোগীর সঙ্গে বেড শেয়ার করে আক্রান্ত সদ্যোজাত, সিল করা হল মুম্বইয়ের সাঁই হাসপাতাল

এদিকে সকালে গুজরাতে করোনাভাইরাসে আক্রান্ত এক প্রৌঢ়ের (৫২) মৃত্যু হয়েছে। ১৯ মার্চ থেকে তিনি এসএসজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বিদেশযাত্রার রেকর্ড রয়েছে। ভাদোদরার কালেক্টর এস আগরওয়াল জানান, মৃতের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।