Child Pornography Racket: বছর দশেক ধরে ডার্ক ওয়েবে শিশুদের পর্নোগ্রাফির ভিডিও, ছবি বিক্রি করে সিবিআইয়ের জালে উত্তরপ্রদেশের ইঞ্জিনিয়র
গত ১০ বছর ধরে শিশুদের যৌনশোষণের ভিডিও ও ছবি ডার্ক নেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের ইরিগেশন বিভাগের এক জুনিয়র ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ৫০জন শিশুর ওপর যৌন অত্যাচার, নিপীড়ন চালানো হয়ে এক দশক ধরে। বিশেষত ৫-১৬ বছর বয়সী শিশুদের ওপরই অত্যাচার করা হয়। চিত্রকূট, বান্দা এবং হামিরপুর জেলার থেকে শিশুদের তুলে আনা হত।
নতুন দিল্লি, ১৭ নভেম্বর: গত ১০ বছর ধরে শিশুদের যৌন শোষণের,পর্নোগ্রাফি ভিডিও ও ছবি ডার্ক নেটে (Dark Net) ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইরিগেশন বিভাগের এক জুনিয়র ইঞ্জিনিয়রকে (Junior Engineer) গ্রেফতার করে সিবিআই (CBI)। প্রায় ৫০জন শিশুর ওপর যৌন অত্যাচার, নিপীড়ন চালানো হয়ে এক দশক ধরে। বিশেষত ৫-১৬ বছর বয়সী শিশুদের ওপরই অত্যাচার করা হয়। চিত্রকূট, বান্দা এবং হামিরপুর জেলার থেকে শিশুদের তুলে আনা হত।
বান্দা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শীঘ্রই তাকে আদালতে তোলা হবে। সিবিআই তল্লাশির পর নগদ আট লাখ টাকা, সেক্স টয়, অনেক আপত্তিকর ভিডিও, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত, গত দশ বছর ধরে অনলাইনে রমরমিয়ে ব্যবসা ফেঁদেছিল এই ইঞ্জিনিয়র। বিদেশে শিশু যৌন নির্যাতনের ভিডিও শেয়ার করা হত ডার্ক নেট এবং ক্লাউড সার্ভিসের মাধ্যমে। আরও পড়ুন, জেনে নিন আসন্ন আইএসএলে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসির টিম প্রোফাইল
তাকে জিজ্ঞাসাবাদ করলেই সে নিজেই এই দুর্নীতির কথা স্বীকার করে। জানায়, ছোট ছোট বাচ্চাদের মোবাইল ফোন, ভিডিও গেম এসবের লোভ দেখিয়ে তাদের অপহরণ করে এই জঘন্য কাজ চালানো হতে বলে জানায় সে নিজেই।