UP Election 2022: 'ভুল করলে ক্ষমা করে দিন', কান ধরে ওঠবোস করলেন বিজেপি বিধায়ক

ভুপেশ চৌবে বলেন, ২০১৭ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন। গত ৫ বছরে যদি কাজের জন্য কোনও অন্যায় করে থাকেন, তাহলে মানুষ যেন ক্ষমা করে দেন। এরপরই পা দিয়ে চেয়ার ঠেলে দিয়ে কান ধরে ওঠবোস করতে শুরু করেন ভূপেশ চৌবে। যা দেখে সেখানে হাজির মানুষ হাততালি দিয়ে তাঁর নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন।

BJP MLA In UP (Photo Credit: Screengrab From Video)

লখনউ, ২৩ ফেব্রুয়ারি:  গত ৫ বছরে যদি কোনও ভুল করে থাকেন, তাহলে মানুষ যেন ক্ষমা করে দেন। এবারে যাতে মানুষ ক্ষমা করে, তাঁকে পুননির্বাচিত করেন, তার জন্য কান ধরে ওঠবোস করলেন বিজেপি বিধায়ক ভুপেশ চৌবে। বিজেপি (BJP) বিধায়কের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

দেখুন...

 

ভুপেশ চৌবে বলেন, ২০১৭ সালে তিনি বিধায়ক নির্বাচিত হন। গত ৫ বছরে যদি কাজের জন্য কোনও অন্যায় করে থাকেন, তাহলে মানুষ যেন ক্ষমা করে দেন। এরপরই পা দিয়ে চেয়ার ঠেলে দিয়ে কান ধরে ওঠবোস করতে শুরু করেন ভূপেশ চৌবে। যা দেখে সেখানে হাজির মানুষ হাততালি দিয়ে তাঁর নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন: Anis Khan Murder Case: 'পুলিশ হত্যা করেছে', আনিস খানের মৃত্যুতে ফের বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

প্রসঙ্গত উত্তরপ্রদেশের (UP ELECTION 2022) সোনভদ্রের রবার্টগঞ্জ থেকে এবার বিজেপির টিকিটে লড়াই করছেন ভূপেশ চৌবে নামের ওই বিদায়ী বিধায়ক।