Prahlad Singh Patel: করোনা আক্রান্ত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, সোমবার সংসদের অধিবেশনে ছিলেন তিনি

বুধবার রাতে করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। পজিটিভ রিপোর্ট আসার পরে পরেই মঙ্গলবার তাঁর সংস্পর্শে আসা সবাইকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় প্রহ্লাদ সিং প্যাটেল জানান, “গতকাল রাতে আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা মঙ্গলবার আমার সঙ্গে দেখা করেছিলেন, তাঁরা নিজেদের শরীরের যত্ন নিন।”

প্রহ্লাদ সিং প্যাটেল(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: বুধবার রাতে করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। পজিটিভ রিপোর্ট আসার পরে পরেই মঙ্গলবার তাঁর সংস্পর্শে আসা সবাইকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় প্রহ্লাদ সিং প্যাটেল জানান, “গতকাল রাতে আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা মঙ্গলবার আমার সঙ্গে দেখা করেছিলেন, তাঁরা নিজেদের শরীরের যত্ন নিন।” তবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন কি না তা এই টুইটে স্পষ্ট নয়। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে আক্রান্ত ৯৭ হাজার ৮৯৪ জন, দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ৫১ লাখ

করোনা আক্রান্ত পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল 

তবে শুধু কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীই নন, বুধবার করোনায় আক্রান্ত হন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিও করোনাভাইরাস পজিটিভ। এই মুহূর্তে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। তিনিও নিজের সংক্রমণের খবর জানিয়ে বলেন, যাঁরা খুব সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা যেন অবশ্যই কোভিড-১৯ নিয়ম বিধি অনুসরণ করেন। বলা বাহুল্য, নীতিন গডকরি, ও প্রহ্লাদ সিং প্যাটেল দু’জনেই সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগ দিয়েছিলেন।