Amit Shah Slams Congress: 'গণতন্ত্র নয় বিপদের মধ্যে রয়েছে একটি পরিবারের স্বৈরতন্ত্র,' নাম না করে গান্ধী পরিবারকে আক্রমণ অমিত শাহের
উত্তরপ্রদেশের কৌশাম্বী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে ফের গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কৌশাম্বী: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী মহোৎসবের (Kaushambhi Mahotsav) উদ্বোধনী অনুষ্ঠানে (inaugural function) বক্তব্য রাখতে গিয়ে নাম না করে ফের গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বললেন, 'গণতন্ত্র (democracy) নয় বরঞ্চ একটি পরিবারের স্বৈরতন্ত্র (autocracy) বিপদের (danger) মধ্যে রয়েছে।'
এপ্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস বলছে গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে। কিন্তু, আসল সত্যিটা হল গণতন্ত্র বিপদের মধ্যে নেই বরং তোমাদের পরিবার বিপদের মধ্যে রয়েছে। মানুষ কখনও চায় না ভারতের পরিকল্পনাগুলো ফের বিপদের মধ্যে পড়ুক। রাজতন্ত্র (dynasty) প্রতিষ্ঠার পরিকল্পনা, তোমাদের পরিবারকে প্রচারের আলোয় নিয়ে আসার রাজনীতি বিপদের মধ্যে রয়েছে। তাই একথা পরিষ্কার ভাবে বলা যায় যে ভারতের গণতন্ত্র বিপদের মধ্যে নেই বরং তোমাদের পরিবারের স্বৈরতন্ত্র বিপদের মধ্যে রয়েছে।"
ভারতীয় রাজনীতিতে জাতিগত ভেদাভেদ, রাজতন্ত্রের রাজনীতি ও স্বজনপোষণ প্রবেশ করানোর জন্য শতাব্দী প্রাচীন দল কংগ্রেসকে দায়ী করে তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতপাতের (casteism) রাজনীতিকে এমনভাবে পরাস্ত করেছেন যে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আর কোনও জায়গাতেই দেখা যায় না। তিনি রাজতন্ত্রের ধ্বজা ধরা দলগুলিকে পরাস্ত করে স্বজনপোষণের রাজনীতিকে ধ্বংস করেছে। যা দেখে ভয় পেয়েছে কংগ্রেস।"
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিষয়ে অমিত শাহ বলেন, "গতকাল সংসদের অধিবেশন শেষ হয়েছে। স্বাধীন ভারতে এই ঘটনা কোনও দিন ঘটেনি যেখানে বাজেট অধিবেশন ঠিকঠাক কোনও আলোচনা এবং প্রক্রিয়া ছাড়াই শেষ হয়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের কারণে বিরোধী সাংসদরা সংসদের কাজই করতে দেননি। সুপ্রিম কোর্ট এই আইনটি তার রায়ে কার্যকরী করেছে। মনমোহন সিং এই আইনটি সংশোধন করতে চেয়েছিলেন লালু প্রসাদ যাদবকে বাঁচানোর জন্য, কিন্তু, রাহুল গান্ধী তাঁকে আটকে ছিলেন। সুরাটের আদালত রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করেছে তার ফলে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। এখন পর্যন্ত এই আইনে ১৭ জন সদস্য বহিষ্কৃত হয়েছিলেন আর সেই একই বিষয় ঘটেছে রাহুলের সঙ্গে। কিন্তু, রাহুলের সাংসদ পদ খারিজের জন্যই কংগ্রেস সাংসদরা সংসদের কাজ বন্ধ করে দিয়েছেন।" আরও পড়ুন: Court Rejects Maintenance To Wife: স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মাসিক ৫০ হাজার টাকা খোরপোষের আবেদন খারিজ করল দিল্লির আদালত
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)