Farm Laws Repeal: কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল ৩ কৃষি আইন বাতিল বিল ২০২১

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হল কৃষি আইন বিলোপের বিল ২০২১।গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন কেন্দ্রের নয়া তিন কৃষি আইন রদ করা হবে।

Farmers Protests (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর:  বুধবার  কৃষি আইন বাতিল বিল ২০২১-এর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।গত সপ্তাহেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন কেন্দ্রের নয়া তিন কৃষি আইন রদ করা হবে।  সেই ঘোষণা পরে পরেই কেন্দ্রীয় মন্ত্রীসভা তিন কৃষি আইন রদের বিল অনুমোদন করল। এই তিন আইন বিলোপের দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে দিল্লির দুই সীমান্তে আন্দোলনে বসে রয়েছেন লাখো কৃষক।  আরও পড়ুন-Bomb Hoax Call in Delhi-Bound Shatabdi Express: দিল্লিগামী শতাব্দী এক্সপ্রেসে বোমা!, গুজবে তোলপাড় গুরুগ্রাম থানা

আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই লোকসভায় কৃষি আইন বিলোপের বিল ২০২১-কে পাস করার জন্য পেশ করা হবে। এই তিনটি আইন বাতিল করার দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ৪০টি কৃষক সংগঠন আন্দোলন করে চলেছে।